Anderson–Tendulkar Trophy: শুক্রবার শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ (England vs India)। নতুন অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল।
England vs India Test Series: টেস্ট সিরিজ খেলার জন্য ভারতীয় দল ইংল্যান্ড সফরে গেলেই ৪০ বছর ছুঁইছুঁই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সুখস্মৃতির অতলে ডুব দেন। ঠিক ২৯ বছর আগে ১৯৯৬ সালের ২০ জুন লর্ডসে (Lord’s) টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ১৫ বছর পর ২০১১ সালের ২০ জুন টেস্টে অভিষেক হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli)। এই কিংবদন্তি অবশ্য প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ডের মাটিতে খেলেননি। কিংস্টনের সাবাইনা পার্কে (Sabina Park in Kingston) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন বিরাট। শুক্রবার সেই ২০ জুন। ঘটনাচক্রে এদিনই ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ শুরু করছে ভারতীয় দল। এবার কি দলে কোনও নতুন মুখ দেখা যাবে? কারও অভিষেক হবে? দীর্ঘদিন পর কি কেউ টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাবেন? এখন সেই জল্পনা চলছে।
অভিষেক টেস্টেই শতরান সৌরভের
লর্ডসে অভিষেক টেস্টে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩১ রানের রাজকীয় ইনিংস খেলেন সৌরভ। পরের টেস্টেও তিনি শতরান করেন। এই দুই ইনিংসের পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। চার বছর পর ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। এখনও ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে সৌরভের নাম উঠে আসে। অন্যদিকে, অভিষেক টেস্টে সাত নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়ে ৯৫ রান করেন দ্রাবিড়। পরবর্তীকালে তিন নম্বরে তিনি স্থায়ী হয়ে যান। টেস্টে সৌরভের স্থান হয় ছয় নম্বরে। এই দুই তারকা ব্যাটার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হয়ে ওঠেন। সৌরভ নেতৃত্ব হারানোর পর ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন দ্রাবিড়। তিনি অবশ্য অধিনায়ক হিসেবে সৌরভের মতো সাফল্য পাননি।
অভিষেক টেস্টে ব্যর্থ বিরাট
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন বিরাট। তবে প্রথম টেস্টে ব্যর্থ হলেও, তাঁকে ছুড়ে ফেলে দেননি নির্বাচকরা। এই আস্থার যোগ্য মর্যাদা দেন বিরাট। তিনি ক্রিকেটের সব ফর্ম্যাটেই অন্যতম সফল ব্যাটার হয়ে ওঠেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


