India tour of England, 2025: বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে (Edgbaston) ভারতীয় দলে একাধিক বদল হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
England vs India: হেডিংলিতে (Headingley) ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বৃষ্টির জন্য একাধিকবার খেলায় বিঘ্ন ঘটেছিল। বুধবার বার্মিংহ্যামের (Birmingham) এজবাস্টনে (Edgbaston) শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে বড় ভূমিকা পালন করতে পারে আবহাওয়া। বুধবার ম্যাচের প্রথম দিন বার্মিংহ্যামের আকাশ মেঘে থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। ফলে পেসারদের সুবিধা হতে পারে। যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। এদিন একাধিকবার খেলায় বিঘ্ন ঘটতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টি হবে না। তৃতীয় দিন আকাশ মেঘে ঢাকা থাকলেও, বৃষ্টির পূর্বাভাস নেই। চতুর্থ ও পঞ্চম দিন হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এই ম্যাচে নাটকীয় পরিস্থিতি দেখা যেতে পারে।
এজবাস্টনের পিচ কেমন আচরণ করতে পারে?
হেডিংলিতে দুই দলই প্রচুর রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ৩৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জয় পায় ইংল্যান্ড। এজবাস্টনের পিচ অবশ্য অন্যরকম আচরণ করতে পারে। এখানে পেসাররা স্যুইং ও সিম মুভমেন্ট পেতে পারেন। বিশেষ করে মেঘলা আবহাওয়ায় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন পেসাররা। ম্যাচ শুরু হওয়ার দুই দিন আগেও এজবাস্টনের পিচে ১১ মিলিমিটার পুরু ঘাস ছিল। তবে পিচ শুকনো ছিল। তবে সিমাররা পিচ থেকে সাহায্য পেতে পারেন। এজবাস্টনে সাধারণত যে দল প্রথমে ব্যাটিং করে তারা কিছুটা সুবিধা পায়। ৫৬টি টেস্ট ম্যাচের মধ্যে ২৩টি ম্যাচে জয় পেয়েছে প্রথমে ব্যাটিং করা দল। তবে এবার ম্যাচের ফল অন্যরকম হতেও পারে।
এজবাস্টনে খেলবেন জসপ্রীত বুমরা?
ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এজবাস্টনে খেলবেন কি না, সে বিষয়ে ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। হেডিংলিতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন এই পেসার। ফলে এজবাস্টনে খেলার সুযোগ পেলে ফের ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বুমরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


