Prasidh Krishna bowling: ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) প্রথম দুই টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত ভালো বোলিং করতে পারেননি ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। শুক্রবার তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

Prasidh Krishna Edgbaston Test: ০, ৪, ৬, ৪, ৪, ওয়াইড, ৪। এক ওভারে ২৩ রান। কোনও টি-২০ ম্যাচে নয়। টেস্ট ম্যাচে এই রান দিয়েছেন ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। হেডিংলিতে (Headingley) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) দুই ইনিংসেই ইকনমি রেট ছিল ছয়ের বেশি। প্রথম ইনিংসে ২০ ওভারে ১২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ইকনমি রেট ছিল ৬.৪০। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার বোলিং করে ৯২ রান দিয়ে ২ উইকেট নেন। ইকনমি রেট ছিল ৬.১০। এজবাস্টনে (Edgbaston) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও জঘন্য বোলিং করছেন কৃষ্ণ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তাঁর ইকনমি রেট ছয়ের কাছাকাছি। এই পেসারের পারফরম্যান্স দেখে ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ। তাঁরা এই পেসারকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন।

শর্ট বল করতে গিয়ে ব্যর্থ কৃষ্ণ

ইংল্যান্ডের পিচে পেস ও বাউন্সের চেয়ে স্যুইং ও সিম মুভমেন্টের উপর জোর দিয়ে বেশি সাফল্য পান বোলাররা। কিন্তু এবারের ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচ থেকেই শর্ট বল করে চলেছেন কৃষ্ণ। তাঁর এই কৌশল কাজে লাগছে না। তা সত্ত্বেও বোলিংয়ের ধরনে বদল আনতে পারছেন না এই পেসার। হেডিংলিতে তাঁর পারফরম্যান্সের পর তীব্র সমালোচনা হয়েছিল। কিন্তু তারপরেও তাঁকে এজবাস্টনে খেলার সুযোগ দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা রাখলেও, সেই ভরসার যোগ্য মর্যাদা দিতে পারছেন না কৃষ্ণ। তিনি বলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। তাঁর বোলিংয়ে সহজেই রান করে চলেছেন হ্যারি ব্রুক (Harry Brook), জেমি স্মিথ (Jamie Smith)।

Scroll to load tweet…

১৩ ওভারে ৭২ রান কৃষ্ণর

এজবাস্টনে এখনও পর্যন্ত ১৩ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৭২ রান দিয়েছেন কৃষ্ণ। উইকেট পাননি এই পেসার। তাঁকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে লর্ডসে (Lord's) তৃতীয় টেস্টে বাদ পড়তে পারেন কৃষ্ণ।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।