England vs India: প্রথম টেস্টের মতোই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভালো ব্যাটিং করছে ভারতীয় দল। এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচের প্রথম সেশন ভারতের পক্ষে গেল। অর্ধশতরান করলেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)।

England vs India Second Test Match: হেডিংলি (Headingley) টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শতরান করেছিলেন। এজবাস্টনে (Edgbaston) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও (England vs India) শতরানের দিকে এগিয়ে চলেছেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। প্রথম সেশনের পর ৬৯ বলে ৬২ রান করে অপরাজিত ভারতের তরুণ ওপেনার। যে পিচে পেসাররা সাহায্য পাবেন বলে মনে করছিলেন অনেকে, সেখানে যশস্বীর স্ট্রাইক রেট ৮৯.৮৬। ৫০ ওভারের ম্যাচেও অনেক ব্যাটারের এই স্ট্রাইক রেট থাকে না। ইংল্যান্ডের কোনও বোলারই যশস্বীকে চাপে ফেলতে পারছেন না। এখনও পর্যন্ত ১১টি বাউন্ডারি মেরেছেন এই তরুণ ব্যাটার। দ্বিতীয় সেশনে তিনি শতরান করবেন বলে আশায় ভারতীয় শিবির। যশস্বীর কাছ থেকে বড় ইনিংসের আশায় দল।

জোড়া উইকেট হারাল ভারত

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ৯৮। যশস্বীর সঙ্গে অপরাজিত অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি ৬ বল খেলে ১ রান করেছেন। ওপেনার কে এল রাহুল (KL Rahul) হেডিংলিতে ভালো পারফরম্যান্স দেখালেও, এদিন ব্যর্থ হলেন। ২৬ বল খেলে ২ রান করেই আউট হয়ে যান রাহুল। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে কিছুটা লড়াই করলেন করুণ নায়ার (Karun Nair)। ৫০ বল খেলে ৩১ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

বড় স্কোরের লক্ষ্যে ভারত

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) আশা ছিল, প্রথম সেশনেই ভারতীয় দলকে চাপে ফেলে দেবেন। কিন্তু যশস্বীর জন্যই ভালো জায়গায় ভারত। দলের ১৫ রানের মাথায় রাহুল আউট হয়ে গেলেও, তারপর করুণের সঙ্গে ৮০ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেন যশস্বী। দ্বিতীয় সেশনে শুবমান ভালো ব্যাটিং করতে পারলে বড় স্কোরের পথে এগিয়ে যাবে ভারত। প্রথম টেস্টে বড় স্কোর হয়েছিল। দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারলে লড়াইয়ে থাকবে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।