England vs India: শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার ৪৮ ঘণ্টা আগেই ভারতের অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) ব্যাটিং অর্ডারের কথা জানিয়ে দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)।

England vs India Test Series: বিরাট কোহলির (Virat Kohli) ছেড়ে যাওয়া চার নম্বরে ব্যাটিং করবেন ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি সাধারণত টপ অর্ডারেই ব্যাটিং করেন। তবে এবার দলের স্বার্থে মিডল অর্ডারে ব্যাটিং করবেন শুবমান। বুধবার এমনই জানিয়ে দিলেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। শুক্রবার লিডসের (Leeds) হেডিংলিতে (Headingley) শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিরাট ও রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের পর প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। রোহিতের বদলে কে ব্যাটিং ওপেন করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে বিরাটের পরিবর্তে ব্যাটিং করবেন শুবমান। তিনি মূলত ওপেনার। তবে তিন নম্বরেও ব্যাটিং করেছেন। এবার চার নম্বরেও ব্যাটিং করবেন টেস্টে ভারতের নতুন অধিনায়ক। ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠকে শুবমান জানিয়েছিলেন, সেখানে পৌঁছে ব্যাটিং অর্ডার ঠিক করবেন। এবার সে বিষয়ে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ঋষভ।

কে ৩ নম্বরে ব্যাটিং করবেন?

বুধবার সাংবাদিক বৈঠকে ঋষভ জানিয়েছেন, হেডিংলি টেস্ট ম্যাচে কে তিন নম্বরে ব্যাটিং করবেন, তা এখনও ঠিক হয়নি। তবে চার নম্বর ও পাঁচ নম্বরে কে ব্যাটিং করবেন, তা ঠিক হয়ে গিয়েছে। চার নম্বরে ব্যাটিং করবেন শুবমান। পাঁচ নম্বরে ব্যাটিং করবেন ঋষভ। তবে বাকি ব্যাটিং অর্ডার নিয়ে এখনও আলোচনা চলছে। হেডিংলি টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন ভূমিকায় মানিয়ে নেওয়ার লক্ষ্যে শুবমান

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ১,০১৯ রান করেছেন শুবমান। তিনি ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তিনটি শতরান করেছেন। এবার অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে শুবমানকে। ভারতীয় দলের জন্য ইংল্যান্ড সফর বরাবরই কঠিন। অধিনায়ক হিসেবে সেই কঠিন সফরেই প্রথমবার খেলতে নামছেন শুবমান। তাঁর দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।