Headingley Test Match: হেডিংলি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন অসাধারণ বোলিং করেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। একমাত্র তিনিই ভারতীয় দলের হয়ে উইকেট পেয়েছেন। রবিবার ম্যাচের তৃতীয় দিনও উইকেটের জন্য বুমরার দিকে তাকিয়ে ভারতীয় শিবির।
Mark Wood praised Jasprit Bumrah: ভারতের পেসার জসপ্রীত বুমরাই (Jasprit Bumrah) এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। এমনই মন্তব্য করলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড (Mark Wood)। ব্রিটিশরা সাধারণত বিপক্ষ দলের কারও প্রশংসা করেন না, তবে বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উড। এই পেসার বলেছেন, 'ও একজন বিস্ময়কর বোলার। সব ফর্ম্যাটেই ও অত্যন্ত বিপজ্জনক। আমি সততার সঙ্গে বলতে পারি, ওর বল বোঝা ও সামাল দেওয়া অত্যন্ত কঠিন। ওর বোলিং দেখে যা মনে হয় তার চেয়ে বেশি গতি থাকে। এই মুহূর্তে ও বিশ্বের সেরা বোলার। ও যে কোনও মুহূর্তে ম্যাচের গতি-প্রকৃতি বদলে দিতে পারে।' শনিবার হেডিংলি টেস্ট ম্যাচের (Headingley Test Match) দ্বিতীয় দিন ১৩ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরা। তাঁর এই বোলিং দেখে প্রশংসা করেছেন উড।
হেডিংলিতে ভারতের ভরসা বুমরা
হেডিংলি টেস্টে এখনও পর্যন্ত ভারতের একমাত্র সফল বোলার বুমরা। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার ছন্দ খুঁজে পাননি। তাঁরা প্রচুর রান দিয়েছেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) বেশি রান না দিলেও, উইকেট পাননি। বুমরা ছাড়া চারজন বোলার মিলে ৩৬ ওভার বোলিং করেও উইকেট পাননি। একমাত্র বুমরার বোলিংয়েই সমস্যায় পড়েন ইংরেজ ব্যাটাররা। ওপেনার বেন ডাকেট (Ben Duckett) যখন ১৫ রানে ব্যাটিং করছিলেন, তখন তিনি ক্যাচ দিয়েও বেঁচে যান। বোলার ছিলেন বুমরা। পরে ডিআরএস নিয়ে বেঁচে যান ডাকেট। সেক্ষেত্রেও বোলার ছিলেন বুমরা। শেষপর্যন্ত ৯৪ বলে ৬২ রান করে বুমরার বলে বোল্ড হয়ে যান ডাকেট। তিনি আগেই আউট হয়ে গেলে ভারতীয় দল অনেক ভালো জায়গায় থাকতে পারত।
বুমরার ওয়ার্কলোড নিয়ে চিন্তা
বুমরা অসাধারণ বোলার হলেও, মাঝেমধ্যেই চোট পান। এই কারণে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। বুমরার উপর যাতে বেশি চাপ না পড়ে, তিনি ফিট থাকেন, তা নিশ্চিত করতে চাইছেন শুবমান গিল (Shubman Gill), গৌতম গম্ভীররা (Gautam Gambhir)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


