England vs India First Test: ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের শুরুটা দারুণভাবে করল ভারতীয় দল। হেডিংলি (Headingley) টেস্টের প্রথম দিন ভারতের দাপট দেখা গেল। নিজেদের ঘরের মাঠেই চাপে পড়ে গেল ইংল্যান্ড দল।

England vs India Headingley Test: ৮৫ ওভারে ৩ উইকেটে ৩৫৯ রান। রান রেট ৪.২২। ভারতীয় দল দেশের মাটিতে টেস্ট ম্যাচ (England vs India) খেলছে না ইংল্যান্ডের মাটিতে খেলছে, তা বোঝা কঠিন। ইংল্যান্ড দল যে বাজবলের কথা বলে, এবার নিজেদের দেশের মাটিতেই তার পাল্টা জবাব পেল। হেডিংলি টেস্ট ম্যাচের (Headingley Test) প্রথম দিন ভারতীয় দলের নিরঙ্কুশ দাপট দেখা গেল। সাই সুদর্শন (Sai Sudharsan) ছাড়া ভারতের সব ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখালেন। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) অভাব বিন্দুমাত্র বোঝা গেল না। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের কোনওরকম সমস্যা হল না। ইংল্যান্ড শিবির এখন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আফশোস করছে।

যশস্বী-শুবমানের শতরান

হেডিংলি টেস্টের প্রথম দিন ভারতের ইনিংসের শুরুটা দারুণভাবে করেন ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুল (KL Rahul)। ওপেনিং জুটিতে যোগ হয় ৯১ রান। ৭৮ বলে ৪২ রান করেন রাহুল। এরপর অভিষেক টেস্টে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে চার বল খেলে রান করার আগেই আউট হয়ে যান সাই সুদর্শন (Sai Sudharsan)। তবে পরপর দুই ওভারে ভারতীয় দল উইকেট হারালেও, যশস্বীর সঙ্গে জুটি বেঁধে দলকে ভালো জায়গায় নিয়ে যান অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। এই জুটিতে যোগ হয় ১২৯ রান। ১৫৯ বলে ১০১ রান করে ফিরে যান যশস্বী। তবে দিনের শেষে ১৭৫ বলে ১২৭ রান করে অপরাজিত শুবমান। তিনি ভারতের অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ইনিংসেই শতরান করলেন। ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থও (Rishabh Pant) দুর্দান্ত ব্যাটিং করলেন। দিনের শেষে ১০২ বলে ৬৫ রান করে অপরাজিত ঋষভ।

সিরিজ জয়ই লক্ষ্য ভারতের

শুবমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে সেই সাফল্য আইপিএল (IPL) ট্রফি জয়ের চেয়ে বড় হবে। সিরিজ শুরুর দিনই তিনি সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার মতো পারফরম্যান্স দেখালেন। দ্বিতীয় দিনও ভারতের ব্যাটাররা এভাবেই ব্যাটিং করতে পারলে ইংল্যান্ডের উপর চাপ বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।