Shubman Gill Test Century: বিরাট কোহলির (Virat Kohli) ছেড়ে যাওয়া চার নম্বর ব্যাটিং পজিশনে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখালেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নতুন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি ভারতীয় দলকে দারুণ জায়গায় পৌঁছে দিলেন।

Shubman Gill Test Century on captaincy debut: টেস্ট ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। সেই ম্যাচ আবার ইংল্যান্ডের মাটিতে। প্রথম দিন দ্বিতীয় সেশনের শুরুতেই যখন ব্যাটিং করতে নামলেন, দল তখন প্রথম সেশনের শেষ দুই ওভারে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে। দ্বিতীয় সেশনের প্রথম বলই খেলতে হল। এই পাহাড়প্রমাণ চাপ নিয়েই শুক্রবার হেডিংলিতে (Headingley) অসাধারণ ব্যাটিং করলেন শুবমান গিল (Shubman Gill)। দ্বিতীয় সেশনেই অর্ধশতরান পূরণ করার পর তৃতীয় সেশনে শতরান পূরণ করলেন ভারতের অধিনায়ক। তিনি অসাধারণ ব্যাটিং করলেন। অধিনায়কত্ব তাঁর কাছে নতুন নয়। আইপিএল-এ (IPL 2025) গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলে না। শুক্রবার ফের সেটা প্রমাণ করে দিলেন শুবমান।

বিরাটের সঙ্গে একই সারিতে শুবমান

হেডিংলিতে (Headingley) বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং পজিশন চার নম্বরে নামেন শুবমান। তিনি বিরাটের মতোই অসাধারণ ব্যাটিং করলেন। ২০১৪ সালে অ্যাডিলেডে (Adelaide) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচে ১১৫ রান করেন বিরাট। তাঁর আগে ১৯৭৬ সালে অকল্যান্ডে (Auckland) নিউজিল্যান্ডের (New Zealand) ভারতের অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ১১৬ রান করেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ১৯৫১ সালে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়েন বিজয় হাজারে (Vijay Hazare)। দিল্লিতে (Delhi) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ১৬৪ রান করে অপরাজিত থাকেন হাজারে। শুক্রবার এই তালিকায় জায়গা করে নিলেন শুবমান।

ঋষভ পন্থের অর্ধশতরান

টেস্টে ভারতের নতুন অধিনায়ক শুবমানের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করলেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএল-এ (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে না পারার জন্য সমালোচিত হলেও, জাতীয় দলের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন ঋষভ। তিনিও শতরানের পথে এগিয়ে চলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।