Lord's Test Match: বিশাল অঘটন না ঘটলে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে জয় পেতে চলেছে ভারতীয় দল। সিরিজের ফল এখন ১-১। লর্ডসে জয় পেলে এগিয়ে যাবে ভারতীয় দল।
England vs India Lord's Test Match: লর্ডস টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ভারতীয় দলের টার্গেট ১৯৩। লর্ডসের পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হবে না। তবে ধৈর্য ধরে ব্যাটিং করতে পারলে এই রান তুলে জয় পেতেই পারে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), আকাশ দীপরা (Akash Deep)। উইকেট না পেলেও, ভালো বোলিং করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৪০ রান করেন জো রুট (Joe Root)। অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) করেন ৩৩ রান। ওপেনার ডাক ক্রলি (Zak Crawley) করেন ২২ রান। হ্যারি ব্রুক (Harry Brook) করেন ২৩ রান।
ওয়াশিংটনের ৪ উইকেট
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন ওয়াশিংটন। এই স্পিনার ১২.১ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন। বুমরা ১৬ ওভার বোলিং করে ৩ মেডেন-৩৮ রান দিয়ে ২ উইকেট নিলেন। সিরাজ ১৩ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ৩১ রান দিয়ে ২ উইকেট নিলেন। নীতীশ ৫ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ২০ রান দিয়ে ১ উইকেট নিলেন। আকাশ দীপ ৮ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ৩০ রান দিয়ে ১ উইকেট নিলেন। জাডেজা ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ২০ রান দেন।
শুরুতেই উইকেট হারাল ভারত
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal) উইকেট হারাল ভারতীয় দল। ৭ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান যশস্বী। প্রথম ইনিংসে ৮ বল খেলে ১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন এই তরুণ ব্যাটার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


