Lord's Test: লর্ডসে ভারতের বিরুদ্ধে (England vs India) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ইংল্যান্ড। প্রথম সেশনে ভারতের প্রতিষ্ঠিত বোলাররা উইকেট পাননি। তবে খুব বেশি রান করতে পারেনি ইংল্যান্ড।
England vs India Lord's Test: ইংল্যান্ডের ইনিংসের ১৪-তম ওভার। তখনও উইকেট পায়নি ভারতীয় দল। বোলিংয়ে পরিবর্তন করে নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) আক্রমণে আনলেন ভারতের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। অধিনায়কের আস্থার যোগ্য মর্যাদা দিলেন এই অলরাউন্ডার। তৃতীয় বলেই আউট ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। ৪০ বলে ২৩ রান করে ঋষভ পন্থকে (Rishabh Pant) ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডাকেট। ওভারের শেষ বলে ফের উইকেট। এবার ফিরে গেলেন অপর ওপেনার জাক ক্রলি (Zak Crawley)। ৪৩ বলে ১৮ রান করে ঋষভকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ক্রলি। নীতীশ-ঋষভ যুগলবন্দি লর্ডস টেস্টের (Lord's Test) প্রথম সেশনে ভারতীয় দলকে সাফল্য এনে দিল। এই সেশনে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), আকাশ দীপ (Akash Deep), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) উইকেট না পেলেও, ভারতীয় দলকে লড়াইয়ে রাখলেন নীতীশ।
প্রথম সেশনের শেষে ইংল্যান্ড ৮৩/২
লর্ডস টেস্ট ম্যাচের প্রথম সেশনে ২৫ ওভার খেলা হল। ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৩। ক্রিজে জো রুট (Joe Root) ও অলি পোপ (Ollie Pope)। রুট ৩৪ বলে ২৪ এবং পোপ ৩৪ বলে ১২ রানে অপরাজিত। ইংল্যান্ড খুব বেশি রান করতে না পারলেও, একদম কম রান করেনি। দ্বিতীয় সেশনে ভারতের অন্য বোলারদেরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তাহলেই নীতীশ যে সুবিধা এনে দিয়েছেন তা ধরে রাখা যাবে।
দ্বিতীয় সেশনে দ্রুত উইকেটের লক্ষ্যে ভারত
প্রথম সেশনে ৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ১৩ রান দিয়েছেন বুমরা। তিনি ইংল্যান্ডের ব্যাটারদের রান করার সুযোগ দিচ্ছেন না। কিন্তু একইসঙ্গে উইকেটও নিতে হবে। বিশেষ করে রুটকে ক্রিজে জমে যেতে দিলে চলবে না। এই ব্যাটার বড় ইনিংস খেলতে পারেন। তাই তাঁকে দ্রুত আউট করা জরুরি। না হলে এই ম্যাচে চাপে পড়ে যাবে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


