কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, কোন দলের দায়িত্ব নিলেন বাংলার মহারাজ?
Sourav Ganguly: আইপিএল-এ (IPL) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পরামর্শদাতা, টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার সরাসরি কোচ হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তিনি ভারতের কোনও দলের দায়িত্ব নেননি।

প্রথমবার কোনও পেশাদার দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়
দক্ষিণ আফ্রিকার পেশাদার টি-২০ লিগ এসএ২০-এর আগামী মরসুমে প্রিটোরিয়া ক্যাপিটালস দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে তাঁকে কোনও পেশাদার দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যায়নি। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। জোনাথন ট্রটের পরিবর্তে দায়িত্ব নিলেন সৌরভ।
KNOW
রবিবার নতুন প্রধান কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে
এসএ২০ লিগে সৌরভ
রবিবার প্রিটোরিয়া ক্যাপিটালস দলের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক পোস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘ক্যাপিটালস শিবিরে রাজকীয় নৈপুণ্য যোগ করতে চলেছেন রাজপুত্র। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করছি।’ সৌরভের কোচিংয়ে দল সাফল্য পাবে বলে আশায় প্রিটোরিয়া ক্যাপিটালস শিবির।
জোনাথন ট্রট প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন
জোনাথন ট্রটের পদত্যাগ
এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন জোনাথন ট্রট। এই কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল। এই ফ্র্যাঞ্চাইজির 'এক্স' হ্যান্ডলে এক পোস্টে সদ্য প্রাক্তন প্রধান কোচকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, ‘জোনাথন ট্রট, তোমার নেতৃত্ব ও দলের প্রতি অটুট নিষ্ঠার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। তোমার পরবর্তী রোমাঞ্চকর যাত্রার জন্য শুভেচ্ছা রইল। যে একসময় ক্যাপিটাল থাকে, সে সবসময়ই একজন ক্যাপিটাল থাকে।’
প্রশাসক হিসেবে ভালোভাবেই দায়িত্ব পালন করেছেন, এবার নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়
ক্রিকেট প্রশাসনে সাফল্য সৌরভের
২০১২ সালের আইপিএল-এ খেলার পর পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি হিসেবে কাজ করেন। এরপর ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ। এরই মাঝে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে কাজ করেন তিনি। বিসিসিআই সভাপতির দায়িত্ব থেকে সরে যাওয়ার পর তিনি দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর নিযুক্ত হন। ক্রিকেট প্রশাসক হিসেবে সাফল্য পেয়েছেন সৌরভ।
দিল্লি ক্যাপিালসের কর্ণধার সংস্থাই প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে যুক্ত, এই কারণেই দায়িত্বে সৌরভ
এসএ২০ লিগেও ভারতীয় সংস্থাগুলির বিনিয়োগ
আইপিএল-এর একাধিক ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সংস্থা এসএ২০ লিগে ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার জেএসডব্লু স্পোর্টসের হেড অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। জেএসডব্লু-র সঙ্গে অপর এক কর্ণধার সংস্থা জিএমআর গ্রুপসের চুক্তি অনুযায়ী, সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের মহিলা ফ্র্যাঞ্চাইজি ও প্রিটোরিয়া ক্যাপিটালসের পুরুষ দলের দায়িত্বে।
চলতি বছরের বক্সিং ডে-তে শুরু হতে চলেছে এসএ২০ লিগের আগামী মরসুমের লড়াই
বক্সিং ডে-তে শুরু লিগ
চলতি বছরের ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে এসএ২০ লিগের আগামী মরসুম শুরু হবে। কোয়ালিফায়ার ১ হবে ২০২৬ সালের ২১ জানুয়ারি। প্রথমবার এই লিগের প্লেঅফ ম্যাচ হবে ডারবানের কিংসমিড স্টেডিয়ামে। ২২ জানুয়ারি এলিমিনেটর হবে সেঞ্চুরিয়নে। ২৩ জানুয়ারি ওয়ান্ডারার্সে হবে কোয়ালিফায়ার টু। ২৫ জানুয়ারি ফাইনাল হবে নিউল্যান্ডসে। প্রিটোরিয়া ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করবেন সৌরভ।

