- Home
- Sports
- Cricket
- Sourav Ganguly Birthday: এই ৮ ইনিংসের মাধ্যমে সৌরভ প্রমাণ করেছিলেন, তিনিই ভারতীয় ক্রিকেটের 'দাদা'
Sourav Ganguly Birthday: এই ৮ ইনিংসের মাধ্যমে সৌরভ প্রমাণ করেছিলেন, তিনিই ভারতীয় ক্রিকেটের 'দাদা'
Sourav Ganguly: মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৫৩ বছর পূর্ণ করলেন বাংলার মহারাজ। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থরা। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীরাও সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, ৪ বছর পর ইংল্যান্ডে সাফল্য সৌরভের
১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলেন। সেই ম্যাচে অবশ্য সাফল্য পাননি। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করার পর ভারতীয় ক্রিকেটের 'দাদা' হয়ে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওডিআই মিলিয়ে ৩৮টি শতরান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
টেস্ট ক্রিকেটে ১৬টি এবং ওডিআই ফর্ম্যাটে ২২টি শতরান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতীয় দলের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি।
ভারতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই ফর্ম্যাটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্মরণীয় ইনিংসগুলি দেখে নিন
আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে স্মরণীয় ইনিংসগুলি ফিরে দেখা যাক।
ইংল্যান্ডের মাটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম সেরা ইনিংস ছিল লিডসে
২০০২ সালে লিডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৮ রান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এটি তাঁর অন্যতম সেরা ইনিংস।
১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে অভিষেক টেস্টে শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়
১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেই ম্যাচে তিনি ১৩১ রান করেন। যা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
টেস্ট ক্রিকেটে অভিষেকের পর প্রথম ২ ম্যাচেই শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়
লর্ডসে অভিষেকে শতরানের পর ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টেও শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্রেন্ট ব্রিজে তিনি ১৩৬ রান করেন।
১৯৯৯-২০০০ মরসুমে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ম্যাচে শতরান করেন সৌরভ
১৯৯৯-২০০০ মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ১৪১ রানের অসাধারণ ইনিংস খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সিরিজেই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রান করেন।
১৯৯৮ সালে ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
১৯৯৮ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে সিলভার জুবিলি ইনডিপেন্ডেন্স কাপের তৃতীয় ফাইনালে ৩১৫ রান তাড়া করতে নেমে ১২৪ রান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় ওডিআই ম্যাচে ৩১৪ রান ছিল বিশাল স্কোর। কিন্তু সেই রানও যে তাড়া করা যায়, তা দেখিয়ে দেন সৌরভ। স্মরণীয় জয় পায় ভারতীয় দল।
কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ১০২ রান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের একমাত্র দ্বিশতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৭ সালে বেঙ্গালুরু টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রানের অসাধারণ ইনিংস খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
নিজের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট ম্যাচেই শতরান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৩-০৪ মরসুমে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৪৪ রানের অসামান্য ইনিংস খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়কের এই ইনিংস ভারতীয় দলের মনোবল বাড়িয়ে দেয়।
১৯৯৯ সালে ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়
১৯৯৯ সালের ওডিআই বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৮ বলে ১৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

