সংক্ষিপ্ত
ভারতের ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক হিসেবে বিরাট কোহলিও অনেক সাফল্য পেয়েছেন। এবার এই দুই প্রাক্তন অধিনায়কের তুলনা করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলেছেন সঞ্জয় বাঙ্গার। তিনি যখন ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন, তখন বিরাট কোহলিকেও কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়কের তুলনা করলেন বাঙ্গার। তিনি বলেছেন, ‘বিরাট কোহলি যখন ভারতীয় দলের অধিনায়ক ছিল, সেই সময়টা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বের সময়ের মতোই ছিল। ২০০১ থেকে ২০০৪-০৫ পর্যন্ত আমরা বিদেশে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করতাম। তবে আমার বিশ্বাস, সৌরভ ও বিরাটের নেতৃত্বের ধরন আলাদা ছিল। সবাই বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিততে চায়। কিছু পদ্ধতি কাজ করে, কিছু পদ্ধতি কাজ করে না।’
বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ভুল হয়েছে?
সৌরভ বিসিসিআই সভাপতি হওয়ার পরেই ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরে যান। সেই সময় তীব্র বিতর্ক হয়। বিরাট নিজে সরে গিয়েছেন না তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, এই বিতর্ক তুঙ্গে ওঠে। এ প্রসঙ্গে বাঙ্গার বলেছেন, ‘আমার মনে হয়, টেস্টে যতদিন সম্ভব বিরাটকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়া উচিত ছিল। কারণ, ও ৬৫টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে ছিল। ও দীর্ঘদিন ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকতে পারত।’
টেস্টে ভারতের সফলতম অধিনায়ক বিরাট
বিরাটের নেতৃত্বে ভারতীয় দল ৬৮টি টেস্ট ম্যাচ খেলে ৪০ ম্যাচে জয় পায়। বিরাটই টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর মিলিয়ে মোট ৭টি টেস্ট ম্যাচে জয় পান বিরাট। সৌরভের নেতৃত্বে ভারতীয় দল ৪৯টি টেস্ট ম্যাচ খেলে ২১ ম্যাচে জয় পায়। টেস্টে ভারতের তৃতীয় সফলতম অধিনায়ক সৌরভ। তাঁর নেতৃত্বেই বিদেশে নিয়মিত টেস্ট ম্যাচ জিততে শুরু করে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন, অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলনে রোহিত, ভাইরাল ভিডিও
রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে জয় বাংলাদেশের, ঘরের মাঠে মুখ পুড়ল পাকিস্তানের
পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখাতে আগ্রহ নেই সম্প্রচারকারীদের! অর্ধেক অর্থে স্বত্ব দিতে হল পিসিবি-কে