সংক্ষিপ্ত
২০২২-এর শেষদিকে উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি এখনও ফিট হয়ে মাঠে ফিরতে পারেননি।
উত্তরপ্রদেশের মীরাটে মারাত্মক গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন ভারতীয় দলের প্রাক্তন মিডিয়াম পেসার প্রবীণ কুমার। গাড়িতে প্রবীণের সঙ্গে ছিলেন তাঁর ছেলেও। মঙ্গলবার রাতে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। তবে মারাত্মক দুর্ঘটনা হলেও, খুব বেশি চোট পাননি এই প্রাক্তন ক্রিকেটার ও তাঁর ছেলে। প্রবীণ বলেছেন, ‘আমাদের সৌভাগ্যবশত খুব বেশি আঘাত লাগেনি। ঈশ্বরের অনুগ্রহে আমরা নিরাপদে আছি এবং আপনাদের সবার সঙ্গে কথা বলতে পারছি। আমি ভাইপোকে ছাড়তে গিয়েছিলাম। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ একটি বড় ট্রাক পিছন থেকে আমাদের গাড়িতে ধাক্কা মারে। সৌভাগ্যবশত আমাদের গাড়িটি বড় ছিল। না হলে আমাদের অনেক বেশি আঘাত লাগতে পারত।’
৩৬ বছর বয়সি প্রবীণ ও তাঁর পরিবারের সদস্যরা মীরাটে থাকেন। সেখানেই তাঁদের গাড়ি দুর্ঘটনায় পড়ল। নিজেরা নিরাপদেই গাড়ি থেকে বেরোতে পারায় প্রথমে প্রবীণ ভেবেছিলেন, শুধু গাড়ির বাম্পারেই হয়তো আঘাত লেগেছে। কিন্তু পরে দেখা যায়, গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রবীণ।
এই প্রাক্তন মিডিয়াম পেসারের বলে খুব একটা গতি ও বাউন্স না থাকলেও, ভালোই স্যুইং করাতে পারতেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন প্রবীণ। তিনি ৬টি টেস্ট ম্যাচ ও ৬৮টি ওডিআই ম্যাচ খেলেছেন। টেস্টে ২৭টি এবং ওডিআই ম্যাচে ৭৭টি উইকেট নিয়েছেন প্রবীণ। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন প্রবীণ। আরসিবি-র হয়ে খেলার সময় ২০১০ সালের আইপিএল-এ চিন্নাস্বামীতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেন প্রবীণ।
২০২০ সালে প্রবীণ জানান, তিনি অবসাদের শিকার হন। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছেন এই প্রাক্তন ক্রিকেটার। এখন তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ। সম্প্রতি নয়াদিল্লিতে একটি বাণিজ্যিক অনুষ্ঠানেও দেখা যায় প্রবীণকে। সেই অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলও ছিলেন। প্রবীণ জানিয়েছেন, তিনি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চান। তবে আপাতত তিনি কোচিংয়ের সঙ্গে যুক্ত নন। রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রাক্তন ক্রিকেটার। তিনি রেস্তোরাঁও চালাচ্ছেন।
২০২২-এর ডিসম্বরের শেষদিকে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পান ঋষভ পন্থ। তাঁকে কয়েক মাস হাসপাতালে থাকতে হয়। ঋষভের অস্ত্রোপচারও হয়েছে। তবে তিনি এখন অনেকটা ফিট হয়ে উঠেছেন।
আরও পড়ুন-
সুযোগ পেলেন না রিঙ্কু সিং, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা বিসিসিআই-এর
প্রথম আলাপেই সরাসরি আলিঙ্গন করেছিলেন হার্দিক, অবাক হয়ে গিয়েছিলেন নাতাশা
বার্বাডোসে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মারা