সংক্ষিপ্ত

GT vs RR Live Updates: আহমেদাবাদে চলছে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি গুজরাত বনাম রাজস্থান (GT vs RR)। 

GT vs RR Live Updates: আইপিএল-এর মঞ্চে (IPL 2025 live score) বুধবার সন্ধ্যায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। আর সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তুলল গুজরাত। 

 

 

এদিন টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় রাজস্থান (RR)। আর ঘরের মাঠে ব্যাট করতে নেমে, শুরুতেই অধিনায়কের উইকেট হারায় টাইটান্সরা (GT)। শুভমান গিল ফিরে যান মাত্র ২ রানে। কিন্তু দলের হাল ধরেন আরেক ওপেনার সাই সুদর্শন (IPL 2025 live score)। তিনি লড়াকু ব্যাটিং করেন এই ম্যাচে এবং খেলেন অসাধারণ একটি ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত করেন জস বাটলার। তাঁর সংগ্রহে ৩৬ রান। এছাড়া শাহরুখ খানও বেশ ভালো খেলেন। তাঁর ঝুলিতে ২০ বলে ৩৬ রান (GT vs RR Live score)। 

কিন্তু আলাদাভাবে এদিন সাই সুদর্শনের (Sai Sudharsan) কথা বলতেই হবে (GT vs RR live update)। চলতি প্রতিযোগিতায় একটি ম্যাচ ছাড়া বাকি সবকটিতে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আজকেও যে গুজরাত বড় রান খাড়া করেছে, তার পিছনেও সুদর্শনের অবদান অনেকটাই। বিশেষ করে, দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠেন তিনি। আর সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তুলল গুজরাত টাইটান্স। 

অন্যদিকে, রাজস্থানের হয়ে ২টি উইকেট পেয়েছেন মাহিশ থিকশানা এবং তুষার দেশপাণ্ডে। ১টি করে উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার এবং সন্দীপ শর্মা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।