IPL 2025 CSK: তখন পিচে ব্যাট করছে চেন্নাই (CSK)। এদিকে ঘুমিয়ে পড়লেন সেই দলরই এক ব্যাটার।
IPL 2025 CSK: আসলে জয়ের জন্য যা আক্রমণাত্মক ব্যাটিং দরকার ছিল, তা করতে পারেনি চেন্নাই! তাই কি ঘুমিয়ে পড়লেন তিনি? তাঁর নাম বংশ বেদী (Vansh Bedi)। অবশ্য সেই ব্যাটার প্রথম দলে ছিলেন না। কিন্তু চেন্নাইয়ের (Chennai Super Kings) ব্যাটিং-এর সময় তাঁর ঘুমিয়ে পড়ার মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।
শনিবার, দিল্লীর বিরুদ্ধে জয়ের জন্য চেন্নাইয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮৪ রান। সেই ম্যাচে কার্যত, নাস্তানাবুদ হয়েছেন রুতুরাজরা। প্রায় ১৫ বছর পর, চিপকের মাটিতে জয় পেল দিল্লী (Delhi Capitals)। তবে সমর্থকদের বক্তব্য হল, সেই লড়াইয়ের সাহসটাই দেখা যাচ্ছে না হুইসেল পোদুদের মধ্যে। দলের প্লেয়ারই ম্যাচ চলাকালীন ঘুমিয়ে পড়ছেন, সেটিও খুব একটা ভালো দিক নয় চেন্নাইয়ের জন্য।
এই ঘটনাটি ঘটেছে পঞ্চম ওভারে। চেন্নাই তখন ব্যাটিং করছে। ক্রিজে তখন ব্যাট করছেন বিজয় শংকর এবং ডেভন কনওয়ে। ২ উইকেট হারিয়ে চেন্নাইয়ের রান তখন মাত্র ৩২। ঠিক সেই সময়, সিএসকে-র ডাগআউটে দেখা যায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন বংশ বেদী (IPL 2025)।
তাঁর পাশে আবার বসে আছেন রবীন্দ্র জাদেজা। দলের খারাপ অবস্থা দেখেও যকোনও হোলদোল নেই তাঁর। যেন কোনও দুশ্চিন্তাই কাজ করছেন না বংশর মধ্যে। যা দেখে নেটপাড়ায় একজনের বক্তব্য, “এইরকম নির্লিপ্ত হতে পারলে বেশ ভালোই হত।” আরেকজন লিখেছেন, “ধোনিদের ঘুমপাড়ানি ব্যাটিং থেকে এটাই মনে হয় বাঁচার রাস্তা।”
রীতিমতো খোঁচা উড়ে আসছে। এই ম্যাচে ধোনির ব্যাটিংও যথেষ্ট মন্থরগতির ছিল। তবে এই ঘুমিয়ে পড়া ব্যাটার বংশ বেদী আসলে কে? তাঁকে ৫৫ লক্ষ টাকায় দলে নিয়েছে চেন্নাই। দিল্লী প্রিমিয়ার লিগে ২২১ রান করেছেন তিনি। স্পিন বল বেশ ভালো খেলেন। তবে এখনও সুযোগ পাননি সিএসকে-র প্রথম একাদশে। নেটিজেনদের অনেকে বলছেন, এবার সুযোগ দেওয়া উচিৎ এই তরুণ প্রতিভাকে (IPL 2025 News)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


