বুধবারই কি এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাচ্ছে ইংল্যান্ডের? আফগানিস্তানের ইনিংসের পর সেই সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫১ রান করেছিল। বুধবার মরণ-বাঁচন ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৩২৬ রানের টার্গেট তাড়া করে কি জয় পাবে ইংল্যান্ড? রশিদ খানরা যদি নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন, তাহলে ইংল্যান্ডের ব্যাটারদের কাজ অত্যন্ত কঠিন। ৫০ ওভারের ম্যাচে ৩২৬ রান করা সহজ নয়। ফলে জস বাটলারদের উপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। তাঁদের মাথায় রয়েছে, এই ম্যাচে হারলেই সেমি-ফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে হবে। ফলে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩২৫ রান করে সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে আফগানিস্তান। ব্যাটাররা নিজেদের কাজ করে দিয়েছেন। এবার বোলারদের পালা।

আফগানিস্তানের নায়ক ইব্রাহিম জাদ্রান

এদিন আফগানিস্তান যে এরকম স্কোর করবে, তা ম্যাচের শুরুতে বোঝা যায়নি। ১১ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৬ রান করেই আউট হয়ে যান। দলের ১৫ রানের মাথায় ফিরে যান সিদিকুল্লাহ অটল (৪)। দলের স্কোর ৩৭ হওয়ার পরেই ফিরে যান রহমত শাহ (৪)। পরপর উইকেট পড়ছে দেখেও স্থির ছিলেন ওপেনার ইব্রাহিম জাদ্রান। প্রথমে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (৪০), তারপর আজমাতুল্লাহ ওমরজাই (৪১) ও মহম্মদ নবিকে (৪০) নিয়ে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন জাদ্রান। তিনি ১৪৬ বলে ১৭৭ রান করেন। এই ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। শতরানের পরেও বড় শট খেলার বদলে ক্রিজে টিকে থাকার দিকে মন দিয়েছিলেন জাদ্রান। তবে ইনিংসের শেষদিকে বড় শট খেলে দলের রান বাড়ান তিনি। জাদ্রানের জন্যই বিশাল স্কোর করতে পারল আফগানিস্তান।

দীর্ঘদিন পর ওডিআই ফর্ম্যাটে প্রত্যাবর্তনেই শতরান

বিধ্বংসী ইনিংস খেলার পর জাদ্রান জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সহজ নয়। আমি সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছি। তবে গত এক বছর ওডিআই ক্রিকেট খেলিনি। আমার উপর প্রত্যাশা ছিল। আমি ভালো খেলেছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আফগানিস্তানে মেয়েদের সঙ্গে যা হচ্ছে তাতে আমরা দুঃখিত,' বার্তা জস বাটলারের

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা হাতে দর্শককে জোর করে সরিয়ে দেওয়া হল, ভাইরাল ভিডিও

'আইসিসি-র দেওয়া টাকা ঠিকমতো খরচ করেছে পাকিস্তান?' ম্যাচ বাতিল হওয়ায় সংশয়ে মহম্মদ কাইফ