আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ আজ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হচ্ছে। এই ম্যাচে দুই দলের জাতীয় সঙ্গীতের মাঝে ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। 

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ শনিবার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে লড়াই চলছে। এদিন এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ হচ্ছে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। এই ম্যাচ শুরু হওয়ার আগে প্রথমাফিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বেজে ওঠার কথা, সেই সময় হঠাৎ ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এই ঘটনায় সবাই অবাক হয়ে যায়। দু'টি দলের জাতীয় সঙ্গীতের মাঝে এমন ঘটনা ঘটে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানেই অন্য দলের ম্যাচের মাঝে কীভাবে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

লাহোরে কীভাবে বাজল ভারতের জাতীয় সঙ্গীত

শনিবার গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল। প্রথমে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। তারপর ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে হঠাৎ ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন'-এর সুর বেজে ওঠে। এই সুর শুনে পুরো মাঠে হইচই পড়ে যায়। ইংল্যান্ডের সব খেলোয়াড়রাও হতবাক হয়ে যান। কেউ কেউ হাসছিলেন, আবার কেউ কেউ অবাক হয়ে তাকিয়েছিলেন। এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা মত প্রকাশ করছেন।

Scroll to load tweet…

লাহোরে বিশাল স্কোর ইংল্যান্ডের

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৫১ রান করে ইংল্যান্ড। ১৪৩ বলে ১৬৫ রান করেন ওপেনার বেন ডাকেট। তিনি ১৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। জো রুট করেন ৬৮ রান। অস্ট্রেলিয়ার প্রথমসারির পেসাররা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না। এই কারণে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ দুর্বল। শনিবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ডাকেট। ফলে জয়ের পথে ইংল্যান্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'দাম বেশি, ভারত একপেশে জয় পেলেও কেউ এবার টিভি ভাঙবে না,' নিজের দেশকেই কটাক্ষ বাসিত আলির

ফের হ্যারিস রউফকে মাঠের বাইরে ফেলে দেবেন বিরাট? ফর্ম ধরে রাখবেন শুবমান? রবিবারের ম্যাচে কারা পার্থক্য গড়তে পারেন?

রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ, নজর কেড়ে নিতে পারেন এই ৬ তারকা