রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই। এই ম্যাচে বড় স্কোরের লক্ষ্যে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে যখন ভারতীয় দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, তখন সবার নজর থাকবে ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। তাঁরা অনেক কিছুই করেছেন, অনেক বড় আইসিসি ইভেন্টে খেলেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে জয় এনেছেন, আবার বড় মঞ্চে ব্যর্থও হয়েছেন। সোনা জিতে উল্লাস করেছেন, আবার কান্নায় ভেঙে পড়েছেন। যথাক্রমে ৩৭ ও ৩৬ বছর বয়সে সম্ভবত শেষবার ভারতের এই দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখা যাবে। তাঁরা একসময় প্রতিভাবান তরুণ ছিলেন, এখন জাতীয় আইকন। তাঁদের প্রতিটি শট ও স্যুইংয়ের উপর নির্ভর করে থাকে কোটি কোটি মানুষের আশা। 

আইসিসি নক-আউটে ভালো রেকর্ড রোহিত-বিরাটের

আইসিসি ওডিআই নকআউট ম্যাচে রোহিত ও বিরাটের ভালো রেকর্ড রয়েছে। রোহিত ১০টি ম্যাচে ৫১.০০ গড়ে ৪৫৯ রান করেছেন, যার মধ্যে দু'টি শতরানও রয়েছে। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৭ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে একই দলের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান করেছিলেন ভারতের অধিনায়ক। আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্যায়ে রোহিতের চেয়েও ভালো খেলেছেন বিরাট। ১৩টি ইনিংসে ৪৮.১৮ গড়ে ৫৩০ রান করেছেন এই তারকা। এর মধ্যে একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রানের ইনিংসটি উল্লেখযোগ্য। এছাড়াও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংসও রয়েছে।

ফাইনালে ব্যর্থ রোহিত-বিরাট

আইসিসি ওডিআই ফাইনালে রোহিত ও বিরাটের রেকর্ড তেমন ভালো নয়। বিরাট চারটি আইসিসি ওডিআই ফাইনালে ৩৪ গড়ে ১৩৭ রান করেছেন। যার মধ্যে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি অর্ধশতরান রয়েছে। এছাড়া ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩ এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৫ রান করেছিলেন। আইসিসি টুর্নামেন্টে ফাইনালে রোহিতের রেকর্ড খুবই খারাপ। তিনটি ম্যাচে ১৮.৬৬ গড়ে মাত্র ৫৬ রান করেছেন। যার মধ্যে ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে ৪৭ রান সর্বোচ্চ। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে ৯ রান করেছিলেন এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন।

সৌরভের রেকর্ড স্পর্শ করবেন বিরাট?

বিরাটের রেকর্ড আরও ভালো হয় যদি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, ওডিআই বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালগুলির হিসেব ধরা হয়। ৬টি ম্যাচে ৪৮.৩৩ গড়ে ২৯০ রান করেছেন বিরাট। যার মধ্যে তিনটি অর্ধশতরান রয়েছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রান সর্বোচ্চ। অন্যদিকে, রোহিত এখনও পর্যন্ত কোনও আইসিসি সাদা বলের টুর্নামেন্টের ফাইনালে অর্ধশতরান বা শতরান করতে পারেননি। সব আইসিসি টুর্নামেন্টের ফাইনাল মিলিয়ে ৬ ইনিংসে ২৪.৮০ গড়ে ১২৪ রান করেছেন। যার মধ্যে ৪৭ রান সর্বোচ্চ। রোহিত কি হাফ-সেঞ্চুরির খরা কাটাতে পারবেন। বিরাট কি আইসিসি ইভেন্টের ফাইনালে শতরান করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (২০০০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে) পর দ্বিতীয় ভারতীয় হতে পারবেন? জানতে হলে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।