চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দল একের পর এক ম্যাচ জিতলেও, টানা টসে হেরে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ওডিআই ফর্ম্যাটে টসে হারের রেকর্ড স্পর্শ করলেন।
ওডিআই ফর্ম্যাটে টানা ১৫ ম্যাচে টসে হেরে গেল ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা টানা ১২ ম্যাচে টসে হেরে গেলেন। তিনি রেকর্ড স্পর্শ করলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান চার্লস লারা ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে পর্যন্ত টানা ১২ ম্যাচে টসে হেরে গিয়েছিলেন। রোহিত ২০২৩ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে কোনও ম্যাচেই টসে জিততে পারেননি। নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বোরেন ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের অগাস্ট পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে টানা ১১ ম্যাচে টসে হেরে যান। রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে বোরেনের রেকর্ড ভেঙে দিয়ে লারার রেকর্ড স্পর্শ করলেন রোহিত। তিনি ফের টসে হারতেই সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যাচ্ছে।
ম্যাচ জিতলেই খুশি হবেন রোহিত
টসের পর রোহিত বলেন, ‘আমরা এখানে (দুবাই) যথেষ্ট সময় কাটিয়েছি। আমরা এখানে শুরুতেও ব্যাটিং করেছি, পরেও ব্যাটিং করেছি। পরে ব্যাটিং করতে হলে কোনও সমস্যা নেই। পিচে খুব একটা বদল হচ্ছে না। আমরা রান তাড়া করেছি এবং জয়ও পেয়েছি। জয় পেলে অনেক বেশি আত্মবিশ্বাস পাওয়া যায়। তখন আর টসের কথা মাথায় থাকে না। দলের সবাই কত ভালো খেলতে চায়, সেটাই দিনের শেষে আসল ব্যাপার। ড্রেসিংরুমে আমরা সে কথাই আলোচনা করেছি। টস নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। শুধু ভালো খেলতে হবে। আমরা সেটাই করেছি। আজও সেটাই করতে হবে।’
বিপক্ষ দলের প্রশংসায় রোহিত
নিউজিল্যান্ডের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘গত কয়েক বছর ধরে খুব ভালো দল হয়ে উঠেছে নিউজিল্যান্ড। ওরা আইসিসি টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলে। ওদের বিরুদ্ধে এবার আমাদের ভালো খেলতে হবে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ।’ গত বছর রোহিতের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতাই ভারতীয় দলের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
