রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামার আগে ভারতীয় দলের উপর চাপ তৈরির লক্ষ্যে নিউজিল্যান্ড শিবির।
ওডিআই ফর্ম্যাটে টানা ১৩ ম্যাচে টসে হেরেছে ভারতীয় দল। এর মধ্যে রোহিত শর্মা টানা ১১ ম্যাচে টসে হেরেছেন। চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোনও ম্যাচেই টসে জিততে পারেননি ভারতের অধিনায়ক। ফাইনালের আগে সে কথা স্মরণ করিয়ে দিয়ে রোহিতের উপর চাপ তৈরি করার চেষ্টা করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেছেন, ‘দুবাইয়ে আগের ম্যাচে আমরা ভারতের বিরুদ্ধে খেলেছি। আমরা বিশ্রাম নিয়ে তারপর ফাইনালের জন্য তৈরি হব। আমরা ওদের দেখে নিয়েছি। ওরাও আমাদের দেখে নিয়েছে। দলের কোন কৌশল কাজে দিয়েছে আর কোন কৌশল খাটেনি, সে বিষয়ে আলোচনা করা দরকার। আবার টসে জিতলে ভালোই হবে।’
সেমি-ফাইনালে অসাধারণ পারফরম্যান্স নিউজিল্যান্ডের
বুধবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের শতরানের সুবাদে ৬ উইকেটে ৩৬২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ৩১২ রান করেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা। অপরাজিত শতরান করেন ডেভিড মিলার। কিন্তু তাঁর পক্ষে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেওয়া সম্ভব হল না। ফের আইসিসি টুর্নামেন্টের নক-আউটে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। সেমি-ফাইনালে জয় পাওয়ার পর স্যান্টনার বলেছেন, ‘খুব ভালো লাগছে। আজ খুব ভালো একটি দল আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। আমরা এবার দুবাই যাব। ভারতের বিরুদ্ধে গত ম্যাচে আমাদের বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ওরা শুরুতেই তিন উইকেট তুলে নিয়েছিল।’
পার্থক্য গড়বেন স্পিনাররা?
চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের হয়ে ভালো বোলিং করছেন স্যান্টনার, রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল। রবিবার ফাইনালেও পার্থক্য গড়ে দিতে পারেন দুই দলের স্পিনাররা। দুবাইয়ে রান তাড়া করে জয় পাওয়া সহজ নয়। ফলে যে দল প্রথমে ব্যাটিং করবে তারা সুবিধা পেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

