রাজনীতিবিদদের অবস্থান বদল, বিভিন্ন সময়ে আলাদা কথা নতুন কিছু নয়। রবিবার ফের তা প্রমাণ করে দিলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ।

কয়েকদিন আগেই যাঁকে 'মোটা', 'ভারতের সবচেয়ে প্রভাবহীন অধিনায়ক' বলেছিলেন, সেই রোহিত শর্মাকেই এবার 'দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক' বলতে বাধ্য হলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। রোহিতের সমালোচনা করার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় এবং সামগ্রিকভাবে সব মহলেই নিন্দার মুখে পড়েছিলেন। তাই পরিস্থিতি সামাল দিতে রবিবার ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জেতার পরেই 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে ভারতীয় দল এবং রোহিতের প্রশংসা করলেন শামা। তিনি লেখেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জেতার ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। অধিনায়ক রোহিত শর্মাকে কুর্ণিশ। তিনি ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, জয়ের পথ দেখিয়েছেন। শ্রেয়াস আইয়ার ও কে এল রাহুল গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, ভারতকে জয়ের পথে নিয়ে গিয়েছেন। এই সাফল্য মনে রাখার মতো।’ শামার এই পোস্টের পরেও অবশ্য বিতর্ক থামছে না। অনেকেই তাঁকে ব্যঙ্গ করছেন।

ভারতীয় দলকে অভিনন্দন রাহুল গান্ধীর

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘চমৎকার জয়। তোমরা প্রত্যেকে ১০০ কোটি মানুষের হৃদয়কে গর্বে ভরিয়ে তুললে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া অলৌকিক পারফরম্যান্স দেখিয়েছে। অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স এবং মাঠে দাপট সত্যিই অনুপ্রেরণামূলক। চ্যাম্পিয়নদের অভিনন্দন।’

Scroll to load tweet…

রাহুলকে দেখেই সুর বদল শামার?

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে রোহিত সম্পর্কে কটূ কথা বলেছিলেন শামা। ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়ার পরেই দলীয় মুখপাত্রকে আড়াল করতে আসরে নেমে পড়েন রাহুল। তিনি রোহিত ও ভারতীয় দলের প্রশংসা করে 'এক্স' হ্যান্ডলে লেখেন, 'টিম ইন্ডিয়া আরও একটি দুর্দান্ত জয় পেল। রোহিতের দুর্দান্ত নেতৃত্ব, বিরাটের সহজাত দক্ষতার মাধ্যমে ভারতীয় দল সত্যিকারের দক্ষতা, দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা ও টিমওয়ার্কের পরিচয় দিয়েছে। এই অবিশ্বাস্য সাফল্য অর্জনে সারা দেশ গর্বিত। গৌরব অর্জন একধাপ দূরে। দেশে ট্রফি নিয়ে এসো।' এরপরেই সুর বদল করলেন শামা।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।