শুরু হচ্ছে মেগা ক্রিকেট ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
প্রথমেই আসা যাক ভারতীয় পেসার মহম্মদ শামির কথায়। দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন চোটের কারণে। কিন্তু শেষপর্যন্ত, চোট কাটিয়ে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন হয়েছে এই ভারতীয় তারকার। ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে (ICC Champions Trophy 2025)।
উল্লেখ্য, গত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। মোট ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছিলেন এই জোরে বোলার এবং গড় ১০.৭০। এবারও তাই নিজের সেরাটা দেওয়ার জন্য কার্যত, মুখিয়ে রয়েছেন তিনি। নিজের দেশের হয়ে ১০৩ ম্যাচে ১৯৭টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। স্বাভাবিকভাবেই, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025 Schedule) প্রতিযোগিতায় তাঁর দিকে নজর থাকবে সবার।
তারপরেই তালিকায় রয়েছেন এক অজি বোলার। অ্যাডাম জাম্পা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই নজর থাকবে এই অস্ট্রেলিয়ান স্পিনারের দিকে। সবথেকে বড় বিষয়, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন এই অ্যাডাম জাম্পা। গত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে তিনি ১১ ম্যাচে মোট ২৩টি উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় নিজের নাম লিখিয়েছিলেনে এবং দ্বিতীয় স্থানে ছিলেন। ৩২ বছর বয়সী এই লেগ স্পিনার ১০৮টি ম্যাচ খেলে নিয়েছেন মোট ১৮১ উইকেট এবং তাঁর গড় ২৮.৫৬।
অন্যদিকে, পাক বোলার শাহিন আফ্রিদিও কিন্তু পিছিয়ে নেই,। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে পাকিস্তান। আর শাহীন শাহ আফ্রিদি হচ্ছেন পাকিস্তান দলের পেস আক্রমণের অন্যতম একজন বড় ভরসা। যেকোনও মুহূর্তেই তিনি খেলার রঙ বদলে দিতে পারেন। দেশের হয়ে এখনও পর্যন্ত ৬২টি একদিনের ম্যাচে ১২৫টি উইকেট রয়েছে তাঁর দখলে।
পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসো রাবাডাও। তাঁকে বলা হয়, প্রোটিয়াদের স্পিডস্টার। সেই কাগিসো রাবাডার দিকেও নজরে থাকবে ক্রিকেটপ্রেমীদের। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সফল বোলার তিনি। যশপ্রীত বুমরা এবং প্যাট কামিন্সের অনুপস্থিতিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অন্যতম সেরা পেসার হয়ে উঠতে পারেন বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। একদিনের ক্রিকেটে ১০৩টি ম্যাচ খেলে ১৬২টি উইকেট রয়েছে কাগিসো রাবাডার নামের পাশে।
সবশেষে আসা যাক রাশিদ খানের কথায়। আফগানিস্তান ক্রিকেটের অন্যতম বড় ভরসার নাম হল রশিদ খান। এমনিতেই তাঁর রহস্যময় স্পিনের জাদু ইতিমধ্যেই গোটা বিশ্বের কাছে ভীষণ প্রিয়। প্রসঙ্গত, আফগানিস্তান এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলেছে। ফলে, বাড়তি চাপ থাকবে তাঁর উপরেও। গত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি ৮ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন। এখনও পর্যন্ত ১১১ ম্যাচে ১৯৮টি উইকেট রয়েছে রশিদের ঝুলিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
