সংক্ষিপ্ত

ভারত-পাক ম্যাচে হার্দিকের জন্য চুমুর বন্যা। 

ভারত বনাম পাকিস্তান, দুবাইতে তখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রুদ্ধশ্বাস ম্যাচ চলছে। কেউ তখন টিভিতে চোখ রেখেছেন, কেউ আবার মোবাইলে দেখেছেন ম্যাচ।

আর ভারতীয় ভক্তদের মুখে চওড়া হাসি ফুটিয়ে জয় এনে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচেই হার্দিকের খেলা যেমন নজর কেড়েছে, ঠিক তেমনই দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর হাতের দামি ঘড়িটি। সেইসঙ্গেই, লাইমলাইটে এসে গেছেন আরও একজন। তিনিই নাকি এই মুহূর্তে হার্দিকের প্রেমিকা (Hardik Pandya new girlfriend Jasmine)। নাম জ্যাসমিন ওয়ালিয়া। ভারত-পাক ম্যাচে হার্দিকের খেলা দেখে গ্যালারি থেকে তিনি বারবার ছুড়ে দিয়েছেন চুমু।

কিন্তু কে তিনি? ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা জ্যাসমিনের রয়েছে বহুমুখী প্রতিভা। ব্যাঙ্কের চাকরি থেকে গান এবং ইউটিউব ভ্লগিং থেকে অভিনয়, সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে গেছেন তিনি। ক্যারিয়ার গড়তে একসময় তিনি বলিউডেও পা রাখেন।

গত ২০১৮ সালে, প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সোনু কে টিটু কি সুইটি’নামের একটি হিন্দি ছবি। কার্তিক আরিয়ান অভিনীত সেই ছবিতে ‘বম ডিগি’ গানটি গেয়েছেন এই জ্যাসমিনই। তবে সেখানেই শেষ নয়। জ্যাসমিনের ঝুলিতে রয়েছে আরও অনেক কৃতিত্ব। তিনিই প্রথম ইন্দো-ব্রিটিশ গায়িকা, যিনি নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে জায়গা করে নিয়েছিলেন।

গত ২০১৪ এবং ২০১৫ সালে, পরপর ২ বছর এশিয়ার প্রথম ৫০ জন ‘সেক্সিয়েস্ট উইম্যান’-এর তালিকায় স্থান পেয়েছিলেন এই তরুণী। দুবাইতে খেলা দেখতে এসে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে চলছে জোরদার চর্চা। হার্দিকের নারীসঙ্গের প্রশংসা কিন্তু এখন সর্বত্র।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।