পারদ চড়ছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া (INDIA vs AUSTRALIA) ম্যাচের।

ভারত এবং অস্ট্রেলিয়া শেষবার একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে। কিন্তু সেই ম্যাচ হারের প্রতিশোধ কি মঙ্গলবার নেবেন রোহিতরা? সেই বদলার ম্যাচেই এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

উল্লেখ্য, এবারও নকআউট ম্যাচ। যে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল, সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফের একবার ট্রফি জয়ের জন্য ফাইনালে পৌঁছতে চাইছে তারা।

তবে এটাও ঠিক যে, এবারের অস্ট্রেলিয়া দলে একাধিক তারকাই নেই। উল্টোদিকে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারতের ব্যাটিং এবং বোলিং যথেষ্ট ভরসা দিচ্ছে। গত তিনটি ম্যাচেই ব্যাটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার ঠিক সামলে দিয়েছে।

তবে কিছু চিন্তার কারণও রয়েছে। যেমন বিরাট কোহলি এবং অ্যাডাম জাম্পার লড়াইটা কিন্তু আজ দেখার মতো হতে পারে। ভারতের এই তারকা ব্যাটার এর আগে জ়াম্পার বিরুদ্ধে একাধিকবার সমস্যায় পড়েছেন। এমনকি, জ়াম্পা পাঁচবার আউটও করেছেন কিং কোহলিকে। তাছাড়া বাঁ-হাতিদের বিরুদ্ধে রোহিত শর্মার দুর্বলতা অস্ট্রেলিয়া ম্যাচেও সমস্যা তৈরি করতে পারে। কারণ, অজি দলে দুই বাঁ-হাতি পেসার জনসন এবং ডোয়ারশুইস খেলছেন।

YouTube video player

অন্যদিকে, গত ২০১১ সালের পর আইসিসি-র কোনও প্রতিযোগিতায় ভারত এবং অস্ট্রেলিয়া মোট চারবার মুখোমুখি হয়েছে। আর দুই দলই দুবার করে জিতেছে। তবে রাউন্ড রবিন ফরম্যাটে ভারত যেখানে দুটি ম্যাচ জিতেছে, সেখানে অস্ট্রেলিয়ার দুটি জয়ই এসেছে নকআউট পর্ব থেকে। একটি ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল এবং অপরটি ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।