টেস্ট, ওডিআই, টি-২০, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। তিনি আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সেমি-ফাইনালে ভারতের কাছে হারের পরেই ওডিআই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্যাট কামিন্স এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলায় অধিনায়ক নির্বাচিত হন স্মিথ। তাঁর নেতৃত্বে ভালো পারফরম্যান্স দেখিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারল না অস্ট্রেলিয়া। মঙ্গলবার চার উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। এই ম্যাচে স্মিথ অবশ্য ভালো পারফরম্যান্স দেখান। তিনি ৯৬ বলে ৭৩ রান করেন। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। ভারতীয় দল ১১ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে সেই রান টপকে যায়। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ এবং গত বছর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নিল ভারতীয় দল।

২ বার বিশ্বকাপ জিতেছেন স্মিথ

২০১৫ ও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন স্মিথ। তবে ২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপে আার এই তারকাকে খেলতে দেখা যাবে না। এই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর স্মিথ বলেছেন, 'আমার যাত্রা অসাধারণ ছিল। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক চমকপ্রদ সময় কাটিয়েছি। অনেক সুন্দর স্মৃতি আছে। অনেক অসাধারণ সতীর্থরা আমার যাত্রার সঙ্গী ছিলেন। তাঁদের সঙ্গে দু'বার বিশ্বকাপ জয় আমার কেরিয়ারে উল্লেখযোগ্য।'

টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে চান স্মিথ

ওডিআই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণার পর স্মিথ বলেছেন, ‘এবার যারা খেলবে, তাদের কাছে ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুব ভালো সুযোগ থাকছে। এটাই আমার সরে যাওয়ার উপযুক্ত সময়। অন্যদের সুযোগ দেওয়ার সময় হয়েছে। টেস্ট ক্রিকেটকে আমি সবসময়ই গুরুত্ব দিয়ে এসেছি। এখনও গুরুত্ব দিচ্ছি। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে তাকিয়ে আছি। শীতকালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলব। তারপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলব। আমার এখনও মনে হচ্ছে, টেস্ট ক্রিকেটে অনেক অবদান রাখতে পারি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।