সংক্ষিপ্ত
মাত্র ২২৮ রানেই শেষ বাংলাদেশের ইনিংস।
মাত্র ২২৮ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস।
ভারতীয় বোলিং দাপটে কার্যত, নাকানিচোবানি খেল বাংলাদেশ। মাত্র রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম বাংলাদেশ (INDIA vs BANGLADESH)। টসে জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
কিন্তু ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে যায় টাইগার্সরা। বলা ভালো, ভারতীয় বোলিং দাপটের কাছে রীতিমতো অসহায় দেখায় বাংলাদেশকে। যে অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের টুর্নামেন্ট শুরুর আগে দেখা গেছিল, তার বিন্দুমাত্র খেলায় চোখে পড়ল না (India vs Bangladesh Live Match)।
ভারতের পেসার থেকে স্পিনার, প্রত্যেকে জ্বলে উঠলেন শুরু থেকেই। সবথেকে বড় বিষয়, অধিনায়ক শান্ত এবং সৌম্য সরকার ‘শূন্য’ রানে ফিরে গেলেন। অন্যদিকে, ওপেনার তানজিদ হাসান করেন ২৫ রান (India vs Bangladesh Live Score)।
এছাড়া মেহেদি হাসান মীরাজের সংগ্রহে মাত্র ৫ রান। এমনকি, অভিজ্ঞ মুশফিকুর রহিমও খালি হাতে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান। তিনি তো নেমে প্রথম বলেই আউট, অক্ষর প্যাটেলের বলে। অপরদিকে এদিন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম হ্যাটট্রিকটি দেখা যেতেই পারত। আর সেটি যেত অক্ষরের দখলে। কিন্তু সহজ ক্যাচ নিয়েও ফেলে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ওদিকে হার্দিকও একটি ক্যাচ মিস করেন এই ম্যাচে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই বিষয়গুলির দিকে অবশ্যই নজর রাখা জরুরি। তবে তৌহিদ হৃদয় এবং জাকের আলি কিছুটা লড়াই করেন। তারা ১০০ রানের উপর পার্টনারশিপও গড়েন।
এই দুই ব্যাটারের জন্যই বাংলাদেশ কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছতে সক্ষম হয়। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙেন শামি। চোট কাটিয়ে ফিরে এসেই জ্বলে উঠলেন এবং জাকের আলিকে ফেরালেন ৯৮ রানে। ক্যাচ নিলেন কোহলি। কিন্তু তৌহিদ শতরান সম্পূর্ণ করেন, তাঁর সংগ্রহে ১০০ রান।
শেষপর্যন্ত, ৪৯.৪ ওভারে ২২৮ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। অন্যদিকে, ভারতের হয়ে ৫ উইকেট নিলেন মহম্মদ শামি, ৩টি উইকেট নিয়েছেন হর্ষিত রানা এবং ২টি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।