আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে (ICC Champions Trophy 2025) বৃহস্পতিবার, নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত।
আর এই ম্যাচ ঘিরে যেন উত্তেজনার পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। একদিকে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ? তা নিয়ে জল্পনা চলছে। অন্যদিকে, পিচ কেমন হবে? তা নিয়েও প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে।
শোনা যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামি প্রথম একাদশে ফিরছেন। তাছাড়া যশপ্রীত বুমরা না থাকায় এই টুর্নামেন্টে শামিই ভারতের এক নম্বর পেসার এবং অন্যতম ভরসাও বটে।
তবে জাদেজা শুধু অলরাউন্ডার হিসেবে নয়, বরং দলের এক নম্বর স্পিনার হিসেবেও বিবেচনা করা হছে তাঁর নাম। এদিকে আবার শামি ফিরলে বসতে হবে আর্শদীপ সিং বা হর্ষিত রানার মধ্যে যে কোনও একজনকে। এক্ষেত্রে আর্শদীপের মাঠে নামার সম্ভাবনা প্রবল। কারণ, বড় মঞ্চে তিনি ইতিমধ্যেই পরীক্ষিত। তাছাড়া তিনিই স্কোয়াডের একমাত্র বাঁ-হাতি পেসার।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ- অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি এবং আর্শদীপ সিং।
ICC Champions Trophy 2025: মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ, কী বলছেন রোহিত?
এবার আসা যাক পিচের কথায়। দুবাইয়ের ২২ গজ নিয়ে জল্পনা কার্যত তুঙ্গে। দুবাইতে নতুন বলে পেসাররা সিম মুভমেন্ট খুব একটা বেশি পান না। অর্থাৎ, নতুন বলে পেসাররা একদমই সুবিধা করে উঠতে পারেন না। এনিতে পাওয়ার প্লে-তে ব্যাটাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। তবে বল যত পুরনো হয়, ততই সুবিধা পেতে থাকেন বোলাররা।
এক্ষেত্রে মাঝে এবং ডেথ ওভারে পেসাররা পুরনো বলে স্লোয়ার বা কাটার দিতে পারেন বলে মোট বিশেষজ্ঞদের। ভারতীয় দলে যেহেতু পাঁচজন স্পিনার রয়েছেন, তাই স্পিন ভ্যারিয়েশনের দিক দিয়েও রোহিতের হাতে অনেক অপশন।
দুবাইতে এখনও পর্যন্ত মোট ৫৮টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্যে বৃষ্টি খুব একটা বেশি হয় না। তবে কিছু সময় আবার বৃষ্টি গোটা দিনও ভেস্তে দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দুবাইতে দিনে তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আকাশ মেঘলা থাকবে ৩৪ শতাংশ। তবে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
