ভারত-পাক মহারণ মানেই তৈরি হয়ে থাকে একাধিক মুহূর্ত। 

দুবাইয়ের মাঠে যখন সিরিয়াস ক্রিকেট চলছে, তখন হিন্দি কমেন্ট্রি বক্স যেন পুরোপুরি পিকনিকের মেজাজে ছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ চলাকালীন হিন্দি কমেন্ট্রি বক্সে একের পর এক এমন সব মন্তব্য করা হল, যা শুনে রীতিমতো চমকে গেলেন নেটিজেনরা।

সেইরকমই সুরেশ রায়নার একটি মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। রবিবার, দুবাইতে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে ড্রেসিংরুমে বসে থাকতে দেখা যায়। সেইসময় তাঁর হাতে কিছু একটা ছিল। আর তা দেখেই কমেন্ট্রি বক্সে থাকা আকাশ চোপড়া বলতে থাকেন, “ও কী করছে? কিছু পাঠ করছেন?”

সেইসময় পাকিস্তানের ধারাভাষ্যকার জানান যে, আল্লাহর কাছে রিজওয়ান প্রার্থনা করছেন এবং আল্লাহের নামও নিচ্ছেন। আর সেটা করা উচিত বলেও জানান পাকিস্তানের সেই ধারাভাষ্যকার। আসলে রিজওয়ান প্রার্থনা অর্থাৎ, ‘তাসবিহ’ করছেন বলেই অনেকে মনে করতে থাকেন।

Scroll to load tweet…

তারপরেই ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সুরেশ রায়না জানান যে রোহিত শর্মা, বিরাট কোহলিরাও একইভাবে ঈশ্বরের শরণাপন্ন হন এবং প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। সুরেশ রায়না বলেন, “ওদিকে রোহিত শর্মা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছে। আর বিরাট কোহলি হলেন মহাদেবের ভক্ত।”

এদিকে রিজওয়ান জানিয়েছেন, "আমরা ভেবেছিলাম এই পিচে ২৮০ রান একটা ভাল স্কোর। মাঝের ওভারে, ভারতের বোলাররা খুব ভালো বোলিং করেছিল এবং আমাদের উইকেট তুলে নিয়েছিল। আমি এবং শাকিল, সময় নিচ্ছিলাম। কিন্তু তারপর ভুল এবং খারাপ শট নির্বাচন করি আমরা। ফলে, আমাদের চাপে ফেলতে ওদের সুবিধা হয়েছিল।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।