প্রাথমিক ধাক্কা সামলে বড় স্কোর করল ব্ল্যাকক্যাপ্সরা।
প্রথমে ব্যাট করতে নেমে, নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তুলল নিউজিল্যান্ড।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বুধবার, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান (ICC Champions Trophy 2025)।
আর প্রথমে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে কিছুটা বিপাকে পড়ে ব্ল্যাকক্যাপ্সরা। ডেভন কনওয়ে ফিরে যান মাত্র ১০ রানে। শুধু তাই নয়, কেন উইলিয়ামসন করেন মাত্র ১ রান এবং ড্যারিল মিচেলের সংগ্রহে ১০ রান। কার্যত, ম্যাচে জাঁকিয়ে বসতে শুরু করে পাকিস্তান। কিন্তু সেখান থেকেই খেলা ঘুরিয়ে দেন উইল ইয়ং। খেলেন ১০৭ রানের দুর্দান্ত ইনিংস এবং খেলায় ফিরিয়ে আনেন ব্ল্যাকক্যাপ্সদের (ICC Champions Trophy 2025 News)।
তবে তিনি একা নন। হাল ধরেন দলের উইকেটকিপার ব্যাটার। তিনি হলেন টিম ল্যাথাম। তাঁর ঝুলিতে ১১৮ রান। বলা যেতে পারে, দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ব্যাট থেকেই শতরান। অন্যদিকে, যোগ্য সঙ্গত দেন গ্লেন ফিলিপ্স, তিনি করেন ৩৯ বলে ৬১ রান। আর সেই সুবাদেই নির্ধারিত ৫০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ এবং হ্যারিস রাউফ। এছাড়া ১টি উইকেট পেয়েছেন আবরার আহমেদ। সবথেকে বড় বিষয় হল যে, শেষ ১০ ওভারে ১১৩ রান তোলে ব্ল্যাকক্যাপ্সরা। যা এই ম্যাচের মোড় অনেকটাই ঘুরিয়ে দিতে পারে।
এবার ব্যাট করতে নামেবে পাকিস্তান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
