আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (New Zealand vs South Africa)। 

সেই ম্যাচেই ৫০ রানে জয় পেল ব্ল্যাকক্যাপ্সরা।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বুধবার, চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (NZ vs SA)। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপ্সরা। আর সেই ম্যাচে কার্যত, রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান তোলে তারা।

যদিও শুরুতে ওপেনার উইল ইয়ং মাত্র ২১ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও দলের হাল ধরেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটার রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। কার্যত, দুজনই দুরন্ত সেঞ্চুরি হাঁকান এই ম্যাচে। রাচিন রবীন্দ্র করেন ১০৮ রান এবং উইলিয়ামসনের ঝুলিতে ১০২ রান।

তবে এই ম্যাচে যোগ্য সঙ্গত করেন ড্যারিল মিচেলও। তাঁর সংগ্রহে ৪৯ রান। অন্যদিকে গ্লেন ফিলিপ্সও অপরাজিত ছিলেন ৪৯ রানে। কার্যত, এদিন নিউজিল্যান্ডের ওপেনিং এবং মিডল অর্ডার ব্যাটিং লাইন-আপ পুরোপুরিভাবেই সদর্থক ভূমিকা পালন করে। তাই এই বিশাল পরিমাণ রান তুলতে সক্ষম হয় তারা।

অপরদিকে নিঃসন্দেহে এই কথা বলতেই হয় যে, দক্ষিণ আফ্রিকার বোলিং ব্যর্থতা। এনগিডি এই ম্যাচে ৭২ রান দিয়েছেন, পেয়েছেন মাত্র ৩টি উইকেট। এছাড়া জানসেন ৭৯ রান দিয়েও কোনও উইকেট পাননি। অন্যদিকে, ২টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং ১টি উইকেট মালডারের দখলে।

এই বিপুল পরিমাণ রানের চাপ মাথায় নিয়েই ব্যাট করতে নেমেছিল প্রোটিয়ারা। তবে তাই বলে যে তারা লড়াই করেনি তা নয়। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি। ওপেনার রায়ান ফিরে যান মাত্র ১৭ রানে। তবে অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৫৬ রান। অন্যদিকেম, ভ্যান ডার ডাসেনের ঝুলিতে ৬৯ রান। মার্করাম করেন ৩১। 

তবে দুরন্ত সেঞ্চুরি করেন ডেভিড মিলার। খেলেন ৬৭ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস। তারপর আর কেউ সেইভাবে বড় রান পাননি। আর এই জায়গাটিতেই বাজিমাৎ করলেন নিউজিল্যান্ড বোলাররা। হয়ত বিধ্বংসী মিলারের ফিরে যাওয়াটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। তিনি ফিরে যেতেই পরপর উইকেট পড়তে শুরু করে প্রোটিয়াদের।

শেষপর্যন্ত, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার নিয়েছেন ৩টি উইকেট। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি এবং গ্লেন ফিলিপ্স। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ব্রেসওয়েল এবং রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ড জয়ী ৫০ রানে। ম্যাচের সেরা রাচিন রবীন্দ্র। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।