সংক্ষিপ্ত
এবারের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে উৎসবের সময়। ফলে সারা দেশেই নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। প্রশাসন ও বিসিসিআই কর্তারা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সতর্ক।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫ অক্টোবর ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু সেদিন থেকেই শুরু হচ্ছে নবরাত্রি। গুজরাটের সবচেয়ে বড় উৎসব গরবা। ফলে সেদিন ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এই কারণে ম্যাচের দিন বদলানো হতে পারে। বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-কে সূচি বদলানোর অনুরোধ জানানো হয়েছে। যদি ভারত-পাক ম্যাচের দিন বদলানো হয়, তাহলে বহু মানুষ সমস্যায় পড়তে পারেন। কারণ, ইতিমধ্যেই আমেদাবাদের বেশিরভাগ হোটেলে বুকিং হয়ে গিয়েছে। শুধু ভারত-পাক ম্যাচ দেখার জন্যই আমেদাবাদে আসছেন কয়েক হাজার মানুষ। ম্যাচের দিন বদলালে হোটেল বুকিং ও উড়ানের টিকিটের তারিখও বদলাতে হবে।
বিসিসিআই সূত্রে খবর, ‘গত বছর গুজরাটে গরবার সময় নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ফলে এবার নবরাত্রির প্রথম দিন ভারত-পাকিস্তান ম্যাচ হলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে। সেই কারণেই ম্যাচের দিন বদলানোর অনুরোধ জানাচ্ছে বিসিসিআই। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। তবে ম্যাচের দিন বদলানো মোটেই সহজ নয়। কারণ, এর সঙ্গে অনেককিছু জড়িয়ে আছে। প্রতিটি বিষয়ই খতিয়ে দেখতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তারপরেই আমাদের পক্ষে সবকিছু জানানো সম্ভব হবে। তবে যদি নিরাপত্তার কারণে ম্যাচের দিন বদলাতে হয়, তাহলে অবশ্যই আমরা পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নেব।’
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক সংখ্যা প্রায় ১ লক্ষ। ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ এবং বিশ্বকাপ ফাইনাল হবে আমেদাবাদে। ৪টি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ওডিআই বিশ্বকাপ চলাকালীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে আমেদাবাদ। ক্রিকেটপ্রেমীরা এই শহরের দিকে তাকিয়ে আছেন।
ওডিআই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ১৫ অক্টোবরের আগে-পরে আমদেবাদের সব হোটেলের ভাড়াও কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কী করা উচিত, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃহস্পতিবার বৈঠকে বসছেন বিসিসিআই সচিব জয় শাহ। দেশের যে ১০টি রাজ্য ক্রিকেট সংস্থা বিশ্বকাপ আয়োজন করছে, তাদের সঙ্গে বিশ্বকাপ সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করা হবে। ১৫ অক্টোবরের ম্যাচের দিন বদলানো সম্ভব না হলে আমেদাবাদ থেকে অন্য কোনও শহরে ভারত-পাক ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলেও বিসিসিআই সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-
সূচি প্রকাশ বিসিসিআই-এর, দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ
প্রকাশ্যে আম্পায়ারকে তোপ, ২টি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসিত হরমনপ্রীত
বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের