Asia Cup 2025: চলতি প্রতিযোগিতায় একাধিকবার আচরণবিধি ভাঙার অভিযোগে আইসিসি সিইও সংযোগ গুপ্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ই-মেইলে এই ব্যাখ্যা চেয়েছেন বলে খবর।
Asia Cup 2025: এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক' বিতর্কের জেরে, ম্যাচ বয়কটের হুমকি দেওয়ার ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি (ICC)। টুর্নামেন্টের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক ধারায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে (Pakistan cricket handshake controversy)।
তদন্ত শুরু করেছে আইসিসি?
চলতি প্রতিযোগিতায় একাধিকবার আচরণবিধি ভাঙার অভিযোগে আইসিসি সিইও সংযোগ গুপ্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ই-মেইলে এই ব্যাখ্যা চেয়েছেন বলে খবর। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচের দিন, ক্রিকেটার এবং ম্যাচ অফিশিয়ালদের বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান দল আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। যার ভিত্তিতে আইসিসি এবার তদন্ত শুরু করেছে।
সেইদিন খেলার আগে, পাকিস্তানের অধিনায়ক সলমান আঘা এবং কোচ মাইক হেসনের সঙ্গে দেখা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এই বৈঠকের ভিডিও না করার জন্য সতর্ক করা সত্ত্বেও, পাকিস্তানের মিডিয়া ম্যানেজার তা ক্যামেরাবন্দী করেন এবং পাইক্রফট ক্ষমা চেয়েছেন বলে দাবি করে সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
পাকিস্তানের আজব দাবি
পাক বোর্ড ব্যাখ্যা দেয়, পাইক্রফট পাক অধিনায়কের কাছে ক্ষমা চাওয়ায় দেরিতে হলেও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে রাজি হয় পাকিস্তান। কিন্তু আইসিসি-র বক্তব্য, ভারতের বিরুদ্ধে ম্যাচে টসের সময়, তৈরি হওয়া ভুল বোঝাবুঝি এবং কমিউনিকেশনের সমস্যা মেটানোর জন্যই পাইক্রফট পাকিস্তান দলের সঙ্গে দেখা করেন। পাকিস্তান ক্রিকেট দলের দাবি মতো ক্ষমা চাওয়ার জন্য একেবারেই তিনি দেখা করেননি।
চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে টসের পর, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক না করার জন্য পাক অধিনায়ক সলমান আঘাকে নির্দেশ দেন পাইক্রফট। এমনই অভিযোগ তুলে, পাইক্রফটকে সরানোর দাবি জানায় পাকিস্তান। এমনকি, তারা এও বলে যে, যদি ম্যাচ রেফারিকে সরানো না হয়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাক দল মাঠে নামবে না এবং এশিয়া কাপ থেকেও তারা সরে দাঁড়াবে।
প্রায় কয়েক ঘণ্টা অনিশ্চয়তার পর, প্রায় এক ঘণ্টা দেরিতে সংযুক্ত আরব আমিরশাহী বনাম পাকিস্তান ম্যাচ শুরু হয়। সেই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে পাকিস্তান সুপার ফোরে পৌঁছেছে। এদিকে আবার সুপার ফোরের লড়াইতে রবিবার, পাকিস্তানের ফের একবার ভারতের মুখোমুখি হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


