সংক্ষিপ্ত
বুধবার ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড লড়াই। এই ম্যাচের দিকে তাকিয়ে সারা দেশ। ১২ বছর পর ফের ওডিআই বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ ভারতের সামনে।
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনালে বড় ভূমিকা পালন করেছিল আবহাওয়া। সে কথা মাথায় আছে ভারতীয় শিবিরের। সেই কারণেই বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হওয়ার আগে আবহাওয়ার দিকে সবার নজর রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কার কিছু নেই। অন্তত এদিন বৃষ্টির পূর্বাভাস নেই। দুপুরের সর্বাধিক তাপমাত্রা থাকছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতে তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৩৫ শতাংশ। দিনের বেলা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে তাতে দৃশ্যমানতা কমছে না। ফলে ম্যাচে আবহাওয়ার জন্য বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট ভারত
এবারের ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। টানা ৯ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এবার আসল লড়াই। নক-আউটেও ভালো পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই সহজ হবে না। তবে দলগত শক্তির বিচারে অবশ্যই এগিয়ে ভারত। ছন্দ হারিয়ে সেমি-ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে যাচ্ছিল কিউয়িরা। শেষপর্যন্ত চতুর্থ দল হিসেবে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন কেন উইলিয়ামসনরা। ফলে ভারতীয় দল যেভাবে গত ৯টি ম্যাচে খেলেছে সেই পারফরম্যান্স বজায় রাখতে পারলে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়।
নক-আউটে ভারতের কাঁটা নিউজিল্যান্ড
২০০০ সালে আইসিসি নক-আউট ট্রফি ফাইনাল, ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ সেমি-ফাইনাল, ২০১৯ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। সেই পরিসংখ্যানই বুধবারের ম্যাচের আগে ভারতীয় শিবিরকে উদ্বেগে রেখেছে। তবে বারবার একই ভুল হবে না বলেই আশা করা হচ্ছে। ভারতীয় দল যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে জয় না পাওয়ার কোনও কারণ নেই। ম্যাচের আগে ভয় পেতে হবে এমন দল নয় নিউজিল্যান্ড। যদিও ট্রেন্ট বোল্ট, ড্যারিল মিচেলদের হাল্কাভাবে নেওয়াও উচিত নয়।
বিরাট কোহলির রেকর্ডের অপেক্ষা
ওডিআই ফর্ম্যাটে ৪৯-তম শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। এবার ৫০-তম শতরানের অপেক্ষা। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেন বিরাট। এবার সচিনের ঘরের মাঠ ওয়াংখেড়েতেই তাঁর রেকর্ড ভাঙার হাতছানি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট যদি শতরান করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিতে পারেন, তাহলে দেশে দীপাবলির রোশনাই বেড়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নাশকতার ছক? ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের আগেই মুম্বই পুলিশ পেল হুমকি বার্তা
Virat Kohli: ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক বিরাট