সংক্ষিপ্ত
এবারই হয়তো শেষ ওডিআই বিশ্বকাপ খেলতে নেমেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার বিরাট কোহলি। এই দুই তারকাই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হারিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। এদিন তিনি ১০৪ বলে ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৯৫ রান করেন। আর ৫ রান করলেই ওডিআই ফর্ম্যাটে ৪৯-তম শতরান করে ফেলতেন বিরাট। একইসঙ্গে তিনি সচিন তেন্ডুলকরের ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক শতরানের রেকর্ড স্পর্শ করতেন। এবারের ওডিআই বিশ্বকাপে বিরাট যে ফর্মে আছেন, তাতে তিনি দ্রুত সচিনের রেকর্ড ভেঙে দেবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। আর ২ পয়েন্ট পেলেই ভারতীয় দলের বিশ্বকাপ সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। ফলে ২০১১ সালের পর ফের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছেন বিরাট।
এদিন ওডিআই ফর্ম্যাটে ৬৯-তম অর্ধশতরান করলেন বিরাট। একইসঙ্গে এবারের ওডিআই বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে গেলেন এই তারকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইনিংসের ৩৩-তম ওভারে মিচেল স্যান্টনারের বল ডিপ স্কোয়্যার লেগে পাঠিয়ে ১ রান নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। ৬০ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এরপর নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন এই তারকা। দলের জয় নিশ্চিত করার পর চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতরান করার কাছাকাছি পৌঁছে যান বিরাট। কিন্তু তিনি ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসকে ক্যাচ দিয়ে ফিরে যান।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলার মাধ্যমে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে টপকে চলতি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন বিরাট। ফর্ম ধরে রাখাই তাঁর লক্ষ্য। এই তারকা ব্যাটার ফর্মে থাকলে ভারতীয় দলই লাভবান হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইনিংসের ১২-তম ওভারে রোহিত আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান বিরাট। ১৪-তম ওভারেই আউট হয়ে যান শুবমান গিল। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন বিরাট। তাঁদের জুটিতে যোগ হয় ৫২ রান।২৯ বলে ৩৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান শ্রেয়াস। এরপর কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ৫৪ রান যোগ করেন বিরাট। এই জুটিই ভারতের জয় নিশ্চিত করে দেয়।
ভারতীয় দল কয়েকদিন বিশ্রাম পাচ্ছে। ২৯ অক্টোবর ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন বিরাটরা। তার আগে হার্দিক পান্ডিয়া ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই ভারতের সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Mohammed Shami: বঞ্চনার জবাব, ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েই নজির বাংলার পেসারের
India Vs New Zealand: অল্পের জন্য শতরান হারালেন বিরাট, বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত