সংক্ষিপ্ত
আগামী সপ্তাহে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই রোহিত শর্মা, বিরাট কোহলিদের লক্ষ্য।
টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই কারণে আইপিএল শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়-সহ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ। আইপিএল শেষ হলে বাকি ক্রিকেটাররা মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন। ১ জুন শুরু টি-২০ বিশ্বকাপ। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেটারদের হাতে খুব বেশি সময় নেই। এই কারণেই সবাই দলের সবাই একসঙ্গে যাওয়ার বদলে আলাদাভাবে ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যাঁরা আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে যাচ্ছেন, তাঁরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটু বেশি সময় পাবেন।
দীর্ঘদিন পর জাতীয় দলে ঋষভ পন্থ
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবারের আইপিএল-এ প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ। ফিটনেসের প্রমাণ দিয়ে তিনি এবার জাতীয় দলেও ফিরলেন। শনিবার রাতে প্রথম দফায় যে ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপ খেলার জন্য রওনা হলেন তাঁদের মধ্যে আছেন রোহিত, ঋষভ, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল।
লন্ডন থেকে নিউ ইয়র্কে যাবেন হার্দিক?
মুম্বই ইন্ডিয়ানসের ক্রিকেটারদের মধ্যে রোহিত, বুমরা, সূর্যকুমার এদিন দলের বাকিদের সঙ্গে উড়ান ধরলেও, হার্দিক পান্ডিয়াকে দেখা গেল না। তিনি এখন লন্ডনে আছেন বলে জানা গিয়েছে। সেখান থেকেই নিউ ইয়র্কে গিয়ে দলে যোগ দিতে পারেন টি-২০ বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক হার্দিক। তারকা ব্যাটার বিরাট কোহলি হয়তো দ্বিতীয় দফায় দলের বাকিদের সঙ্গে নিউ ইয়র্কে উড়ে যাবেন। সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, যশস্বী জয়সোয়ালও দ্বিতীয় দফায় রওনা হবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Pakistan: ৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, তৈরি নাসাউ কাউন্টি স্টেডিয়াম
2024 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভারতের
2024 ICC Men's T20 World Cup: ফিরলেন আমির, ইমাদ, টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের