ICC ODI Ranking: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে, ১২০ বলে ১৩৫ রান করে কোহলি তাঁর ক্যারিয়ারের ৫২তম ওডিআই সেঞ্চুরিটি করেন।
ICC ODI Ranking: আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (icc odi ranking batting)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে, ১২০ বলে ১৩৫ রান করে কোহলি তাঁর ক্যারিয়ারের ৫২তম ওডিআই সেঞ্চুরিটি করেন। তারপরেই গিলকে কার্যত, পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছেন কোহলি। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা নতুন র্যাঙ্কিংয়েও অবশ্য প্রথম স্থানেই রয়েছেন (icc odi ranking batting)।
৫২তম ওডিআই সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে, ১২০ বলে ১৩৫ রান করে কোহলি তাঁর ক্যারিয়ারের ৫২তম ওডিআই সেঞ্চুরিটি করেন। বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে, ভারত ১৭ রানে ম্যাচটি জিতে নেয়। চোটের কারণে ওডিআই সিরিজে খেলতে না পারা শুভমান গিলের জন্য একটি বড় ধাক্কা।
অন্যদিকে, প্রথম স্থানে থাকা রোহিতের রেটিং পয়েন্ট ৭৮৩ এবং চতুর্থ স্থানে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৭৫১। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও শতরান পেয়েছেন কোহলি। ফলে, পরবর্তী র্যাঙ্কিংয়ে রোহিতকে টপকে প্রথম স্থানে উঠে আসটে পারেন তিনি।
কেএল রাহুল দুই ধাপ এগিয়ে চতুর্দশ স্থানে
চোটের কারণে ওডিআই সিরিজে না খেলা শ্রেয়স আইয়ার নিজের নবম স্থানটি ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল দ্বিতীয় স্থানে এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তৃতীয় স্থানে রয়েছেন। রাঁচি ওডিআইতে হাফ সেঞ্চুরি করে কেএল রাহুল দুই ধাপ এগিয়ে চতুর্দশ স্থানে উঠে এসেছেন।
ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই-তে ভালো খেলা দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটজকে ১৭ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন। বোলিং র্যাঙ্কিংয়ে ভারতের কুলদীপ যাদব এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। আফগানিস্তানের রশিদ খান রয়েছেন একেবারে শীর্ষে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

