সংক্ষিপ্ত
ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাব ক্রিকেট মাঠেও পড়েছে। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা যেমন প্যালেস্টাইনকে সমর্থন করছেন, দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিজার আবার ইজরায়েলকে সমর্থন করছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলকে সমর্থন করেছেন। দাবি করেছেন, গণহত্যা চালাচ্ছে না ইজরায়েল। এভাবে প্রকাশ্যে ইজরায়েলকে সমর্থন করায় প্যালেস্টাইনের সমর্থকদের রোষের মুখে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ডেভিড টিজার। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে নানা পোস্ট দেখা যাচ্ছে। ক্রিকেট সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের পাশে দাঁড়ানোয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলকে বয়কটের ডাকও দেওয়া হচ্ছে। এবার টিজারের বিরুদ্ধে বিক্ষোভও দেখানো হল। বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখান প্যালেস্টাইনপন্থীরা। তাঁরা ইজরায়েল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ইজরায়েলের সেনাবাহিনীকে সমর্থন করায় টিজারকে দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।
টিজারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ
নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামের বাইরে যাঁরা বিক্ষোভ দেখান, তাঁদের হাতে প্ল্যাকার্ড ছিল। সেই প্ল্যাকার্ডে ইজরায়েল-বিরোধী মন্তব্য লেখা ছিল। স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে স্লোগানও দেন বিক্ষোভকারীরা। টিজারের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। প্যালেস্টাইনপন্থীদের পক্ষ থেকে ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে টিজারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ করা হয়। কিন্তু তদন্ত করে ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়ে দিয়েছে, কোনও নিয়ম-নীতি লঙ্ঘন করেননি টিজার। এতে প্যালেস্টাইনপন্থীরা চটেছেন। সেই কারণেই তাঁরা বিক্ষোভ দেখানোর পথ অবলম্বন করেছেন।
বিতর্কের কেন্দ্রে টিজার
২০২৩ সালের ২২ অক্টোবর জিউইশ অ্যাচিভার অ্যাওয়ার্ডসে রাইজিং স্টার পুরস্কার পান টিজার। সেই অনুষ্ঠানে তিনি বলেন, 'আমাকে এই পুরস্কার দেওয়া হল। হ্যাঁ, আমি এখন উঠতি তারকা। তবে আসল উঠতি তারকা হলেন ইজরায়েলের তরুণ সৈনিকরা।' এই মন্তব্যের জন্যই টিজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ক্রিকেট সাউথ আফ্রিকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Suryakumar Yadav: ফের আইসিসি বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের জন্য মনোনীত সূর্যকুমার
Indian Street Premier League: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দলের মালিক সইফ-করিনা
Big Bash League: মেলবোর্নের গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, ভাইরাল ভিডিও