- Home
- Sports
- Cricket
- ICC Women's World Cup: ২৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা! নয়া নজির গড়লেন এই তারকা
ICC Women's World Cup: ২৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা! নয়া নজির গড়লেন এই তারকা
ICC Women's World Cup: ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা স্মৃতি মান্ধানা এবার একদিনের ক্রিকেটে ২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছেন। তবে চলতি বিশ্বকাপে মান্ধানার খারাপ ফর্ম যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

সর্বোচ্চ ওডিআই রানের নজির
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা, বেলিন্ডা ক্লার্কের ২৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র এক বছরে সর্বোচ্চ ওডিআই রানের নজির গড়ে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ রান করে এই রেকর্ডটি করেছেন তিনি।
৯৭০ রান করে এই তালিকায় শীর্ষে ছিলেন
ম্যাচের অষ্টম ওভারে, খাকার বলে ছয় মেরে এই রেকর্ড গড়েছেন স্মৃতি। তিনি এখন ১৭ ম্যাচে ৯৮২ রান করে শীর্ষে আছেন। তার মধ্যে ৪টি শতরান এবং ৩টি অর্ধশতরান রয়েছে। ক্লার্ক ১৯৯৭ সালে, ৯৭০ রান করে এই তালিকায় শীর্ষে ছিলেন।
একদিনের ক্রিকেটে শতরান করেছিলেন তিনি
রেকর্ড গড়লেও চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই মান্ধানা। ৩ ম্যাচে মাত্র ৫৪ রান করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ বলে দ্রুততম ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে শতরান করেছিলেন তিনি।
এই বছরে তাঁর চতুর্থ এবং সর্বমোট ১৩তম একদিনের শতরান
অজিদের বিরুদ্ধে ৪১৩ রান তাড়া করতে নেমে, ৫০ বলে শতরান করেন স্মৃতি মান্ধানা। এটি ভারতীয়দের মধ্যে দ্রুততম ওডিআই শতরান। সেইসঙ্গে, শতরানটি ছিল এই বছরে তাঁর চতুর্থ এবং সর্বমোট ১৩তম একদিনের শতরান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

