ICC Women World Cup 2025: আক্ষেপ এবার মিটতে চলেছে। আইসিসি এবার ভারতের এই তারকা অলরাউন্ডারকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রতীকা হাতে পাবেন বিশ্বজয়ের সেই পদক।
ICC Women World Cup 2025: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian women's team world cup final)। যে দলের অন্যতম সদস্য হলেন প্রতীকা রাওয়াল। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর, গত ২ নভেম্বর রাতে প্রতীকা কোনও পদক পাননি (India vs South Africa cricket final)।
পদক পাচ্ছেন প্রতীকা
তবে সেই আক্ষেপ এবার মিটতে চলেছে। আইসিসি এবার ভারতের এই তারকা অলরাউন্ডারকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যেই প্রতীকা হাতে পাবেন বিশ্বজয়ের সেই পদক।
প্রসঙ্গত, লিগ পর্বের শেষ ম্যাচে, বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান প্রতীকা। তাঁর গোড়ালি পুরো ঘুরে যায়। ফলে, সেই চোটের জন্য সেমিফাইনালের আগে প্রতিযোগিতা থেকে ছিটকে যান এই ক্রিকেটার। তাই তাঁর পরিবর্ত হিসাবে দলে আসেন শেফালি ভার্মা। এরপর ফাইনালে, ভারতের ১৫ জনের দলে প্রতীক না থাকায় তাঁকে পদক দেওয়া হয়নি।
আইসিসির নিয়মানুযায়ী, বিশ্বকাপজয়ী দলের ১৫জন ক্রিকেটার পদক পান। তবে হুইল চেয়ারে বসে সতীর্থদের সঙ্গে বিশ্বজয়ের উদ্যাপনে শামিল হন প্রতীকা। কিন্তু নিয়মের গেরোয়, গত ২ নভেম্বর রাতে, সোনার পদক পাননি তিনি।
উদ্যোগী হন আইসিসি চেয়ারম্যান জয় শাহ
যদিও প্রতিকা বিশ্বকাপে সর্বোচ্চ ৩০৮ রান করেছেন। তালিকায় আছেন চতুর্থ স্থানে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান করে শেষ চারে ভারতের জায়গা নিশ্চিত করেন তিনিই। স্বাভাবিকভাবেই, হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানাদের সঙ্গে প্রতীকা পদক না পাওয়ায় বিস্মিত হন ক্রিকেটপ্রেমীরা।
তারপরেই বিষয়টি নিয়ে উদ্যোগী হন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রতীকা জানিয়েছেন, “আমাদের দলের ম্যানেজারকে মেসেজ করেন জয় শাহ। তিনি নিজেই বলেন, প্রতীকার জন্য পদকের ব্যবস্থা করছি। এতদিন আমি বিষয়টা কাউকে বলিনি। এমনকি, আমাদের দলের একজন সাপোর্ট স্টাফ তাঁর পদকের বাক্সটাও আমাকে দেন। আসলে এই পদকটা প্রথমবার দেখে কেঁদে ফেলেছি। আমি সাধারণত কাঁদি না। কিন্তু বিশ্বকাপের পদক দেখে নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা সত্যিই একদম অন্যরকম অনুভূতি। সেইদিনই জয় স্যার আমাদের বলেন, আইসিসি-র সদর দফতর থেকে তিনি একটি পদক পাঠাতে বলেছেন।"
আইসিসি চেয়ারম্যান জয় শাহের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

