সংক্ষিপ্ত

মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। এই ম্যাচে ভারতের জয়ের নায়ক বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ।

রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে চাপের মুহূর্তে অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জেমাইমা রডরিগেজ। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের সঙ্গে জেমাইমার পার্টনারশিপই ভারতীয় দলকে এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছে। দলকে জয় এনে দেওয়ার পর জেমাইমা বলেছেন, 'আমি জানতাম, পার্টনারশিপ গড়ে তোলা জরুরি। আমরা যদি শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারি তাহলে জয় পাব। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও রিচার সঙ্গে আমি পার্টনারশিপ গড়ে তুলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেও আমরা পার্টনারশিপ গড়ে তুলতে পারলাম। এই ইনিংস আমার কাছে স্পেশাল। আমি কিছুদিন ধরে রান পাচ্ছিলাম না। আমি রান করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমি বাবা-মাকে এই ইনিংস উৎসর্গ করতে চাই। তাঁরা স্টেডিয়ামে ছিলেন। আমার এই ইনিংস তাঁদের জন্য।'

জেমাইমা আরও বলেছেন, ‘আমাদের প্রতি ওভারে ১০ রান করে নেওয়া দরকার ছিল। আমরা প্রতিটি ওভার ধরে এগোতে চাইছিলাম। আমরা জানতাম মারার মতো বল পাব। সেই বলে বড় শট খেলতে হবে। আমরা জানতাম শেষপর্যন্ত ক্রিজে থাকলে জয় পাব। আমরা এই ম্যাচে জয় পেয়ে খুব খুশি। আমাদের দল ছন্দে আছে। আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সাধারণ কাজগুলি ঠিকমতো করে যেতে চাই।’

ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর বলেছেন. 'ভালো ম্যাচ হল। পাকিস্তান ভালোই ব্যাটিং করেছে কিন্তু আমরা ম্যাচ জিততে চাইছিলাম। জেমি ও রিচা খুব ভালো খেলেছে। ওরা দু'জনই পরিস্থিতি অনুযায়ী খুব ভালো ব্যাটিং করেছে। সব খেলোয়াড়ই দলের জন্য ভালো পারফরম্যান্স দেখাতে চায়। যারা খেলার সুযোগ পাচ্ছে তারা সবাই নিজেদের পারফরম্যান্স উন্নত করার চেষ্টা করছে। এটা আমাদের দলের জন্য ভালো লক্ষণ। পাকিস্তানের বিরুদ্ধে জয় সবসময় স্পেশাল। খুব ভালো খেলা হল। দর্শকরা আমাদের সমর্থন করেছেন। গ্যালারির পরিবেশ দুর্দান্ত ছিল। আমরা পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে যে ভুলগুলি করেছি, নেটে অনুশীলনের মাধ্যমে সেই ভুলগুলি সংশোধন করে নিতে চাই। আমাদের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে আর ভুল করতে চাই না। নেটেও নিজেদের কাজ ঠিকমতো করে যাওয়াই আমাদের লক্ষ্য।'

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করেছে ভারতীয় দল। পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখানোই জেমাইমা, রিচাদের লক্ষ্য।

আরও পড়ুন-

রিচা-জেমাইমার অসাধারণ লড়াই, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

৪ থেকে ২৬ মার্চ চলবে উইমেনস প্রিমিয়ার লিগ, জানালেন আইপিএল চেয়ারম্যান