ICC Women's World Cup 2025: আগামী বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ভারত। কিন্তু সেই ম্যাচের আগে, আকাশের মুখ ভার। দুশ্চিন্তা বাড়াচ্ছে এই খারাপ আবহাওয়া।
ICC Women's World Cup 2025: সেমিফাইনালে কি হবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনের মধ্যে (women's cricket world cup 2025)। কারণ, আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত দুর্দান্তভাবে ফিরে এসেছে (ICC women's world cup 2025)। এমনকি, নিউজিল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন হরমনপ্রীত কৌররা।
এই মাঠেই ভারতের গত দুটি ম্যাচে বৃষ্টি হয়েছে
আগামী বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ভারত। কিন্তু সেই ম্যাচের আগে, আকাশের মুখ ভার। দুশ্চিন্তা বাড়াচ্ছে এই খারাপ আবহাওয়া। বৃহস্পতিবার, নভি মুম্বইয়ে সেমিফাইনাল খেলতে নামবে ভারত বনাম অস্ট্রেলিয়া। এই মাঠেই ভারতের গত দুটি ম্যাচে বৃষ্টি হয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেইজন্যই ওভার কমানো হয়। এরপর, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায়। আবহাওয়ার পূর্বাভাস যা বলছে, তাতে মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে খবর।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, নির্ধারিত দিনেই ম্যাচ শেষ করার জন্য চেষ্টা চালানো হবে। প্রয়োজন হলে ওভার কমিয়েও খেলানো হবে। তবে নির্ধারিত দিনে যদি খেলা শুরুই না করা যায়, তাহলে ম্যাচ চলে যাবে রিজার্ভ ডে-তে।
খেলা শুরু হবে রিজার্ভ ডে-তে
শুক্রবার, সেমিফাইনালের রিজার্ভ ডে হিসেবে রাখা আছে। কিন্তু বৃহস্পতিবার, ম্যাচ কিছুটা হয়ে যাওয়ার পর যদি বৃষ্টি নামে এবং ম্যাচ শুরু করা না যায়, তাহলে ঐ সময়ের পর থেকে খেলা শুরু হবে রিজার্ভ ডে-তে।
তবে ন্যূনতম ২০ ওভারের ম্যাচ করাতেই হবে। রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেও খেলা শুরু করা যেতে পারে। কিন্তু রিজার্ভ ডে-র খেলাও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পয়েন্ট টেবিলের বিচারে বিশ্বকাপের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। যেহেতু পয়েন্ট টেবিলে ভারতের থেকে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল, তাই সেই নিয়মানুযায়ী, ফাইনালে যাবে অস্ট্রেলিয়াই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

