ICC Women's World Cup 2025: এবার বিশ্বকাপে। ভারতের প্রমীলা বাহিনী এবার লড়াই করবে। তাই অক্টোবর মাসের প্রথম রবিবারও মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান।

ICC Women's World Cup 2025: আইসিসি মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে এবার ভারত বনাম পাকিস্তান লড়াই (women's cricket world cup 2025)। আগামী রবিবার, শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল (icc women's world cup)। 

আবার মুখোমুখি ভারত বনাম পাকিস্তান

আর সেই ম্যাচকে কেন্দ্র করেই তৈরি হচ্ছেন হরমনপ্রীত কৌররা। উল্লেখযোগ্য বিষয় হল, গত সেপ্টেম্বর মাসে, শেষ তিনটি রবিবারই মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান। তবে সেটা এশিয়া কাপের লড়াইতে। 

কিন্তু এবার বিশ্বকাপে। ভারতের প্রমীলা বাহিনী এবার লড়াই করবে। তাই অক্টোবর মাসের প্রথম রবিবারও মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে, দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে। 

প্রসঙ্গত, এশিয়া কাপে সুপার ফোরে ম্যাচ জয়ের পর, অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচকে এখন থেকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা যাবে না। এবার লড়াইতে নামছেন স্মৃতি মান্ধানারা। তারাও কি সেইভাবে দেখছেন বিষয়টা? 

পরিসংখ্যান কী বলছে?

আগামী রবিবার, একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই ফরম্যাটে আজ পর্যন্ত পাকিস্তানের কাছে একটিও ম্যাচে পরাজিত হয়নি ভারতীয় ক্রিকেট দল। পরিসংখ্যান বলছে, মোট ১১টি ম্যাচের মধ্যে সবকটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। 

প্রথমবার ২০০৫ সালে দুই দেশ মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত জিতেছিল ১৯৩ রানে। আর শেষবার গত ২০২২ সালে, এই একই ফরম্যাটে ফের একবার মুখোমুখি হয় দুই দেশ। সেই ম্যাচেও ১০৭ রানে জয় পায় ভারত। 

অর্থাৎ, এই ১১টি ম্যাচের মধ্যে ভারত ১০০ বা তার বেশি রানে জিতেছে পাঁচ বার। মাত্র একবার ৯৫ রানে জয় পেয়েছে তারা। তাছাড়া একবার ১০ উইকেটে জয় পায় ভারতের প্রমীলা বাহিনী। ফলে, এই ম্যাচেও আত্মবিশ্বাসের দিক দিয়ে অনেকটা এগিয়ে থেকেই খেলতে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।