সংক্ষিপ্ত
বেকায়দায় পড়ে উল্টো গাইতে শুরু করেছেন তিনি।
অনেক চেষ্টা করেও নাকি পাকিস্তানকে হারাতে পারবে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) সেই মেগা ম্যাচের আগে এমনটাই দাবি করেছিলেন মহাকুম্ভের ভাইরাল সেই ‘আইআইটি বাবা’। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পারফরম্যান্সই শেষ কথা বলে। আর বিরাট কোহলির সেই অনবদ্য ইনিংসের সুবাদে পাকিস্তানকে কুপোকাত করে জয় ছিনিয়ে নেয় ভারত (INDIA vs PAKISTAN)।
অর্থাৎ, আইআইটি বাবা যা বলেছিলেন, ঠিক তার উল্টোটাই হল। গোটা ম্যাচে দাপটের সঙ্গে খেলেই পাকিস্তানকে হারাল ভারতীয় ক্রিকেট দল। আর সেই ম্যাচ শেষ হওয়ার পরেই, ট্রোলড শুরু সেই ‘IIT বাবা’-কে নিয়ে। বিপাকে পড়ে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। পাল্টি খেয়ে আইআইটি বাবার দাবি, তিনি আসলে মনে মনে জানতেন ভারতই জিতবে!
প্রসঙ্গত, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে আইআইটি বাবা অভয় সিং দাবি করেন, “পাকিস্তানই এই ম্যাচে জিতবে। বিরাট কোহলি আর বাকিরা দারুণভাবে চেষ্টা করলেও কিছুতেই জিততে পারবে না!” আসলে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি হাসতে হাসতে এই কথা বলেছিলেন তিনি।
তবে তাঁর এই ভবিষ্যদ্বাণী কিন্তু একেবারেই ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা। তাদের পরিষ্কার যুক্তি ছিল যে, একদিনের ম্যাচে র্যাঙ্কিং-এ বর্তমানে এক নম্বরে রয়েছে ভারত। সেখানে পাকিস্তান আছে তিন নম্বরে। তার উপর আবার উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল তারা। অর্থাৎ, ধারে এবং ভারে এগিয়ে থেকেই শুরু হয়েছিলেন রোহিত শর্মারা। তাই পাকিস্তান জিতবে ধরে নেওয়াটা একটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন সমর্থকরা।
আর ম্যাচ শেষ হতেই ভারতীয় সমর্থকদের কটাক্ষের মুখে পড়েন আইআইটি বাবা। এমনকি, কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে ইআইটি বাবার সাক্ষাৎকার না নেন, সেই দাবিও তুলে দেন নেটিজেনরা। অনেকে আরও একধাপ এগিয়ে বলেন, আইআইটি বাবা আসলে একজন ভুয়ো।
ব্যাপক ট্রোলের মুখে পড়ে এবার মুখ খুললেন আইআইটি বাবা। বলা ভালো, ডিগবাজি খেলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে সকলের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, “আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আসুন সকলে একসঙ্গে মিলে সেলিব্রেট করি এবং পার্টি করি। আসলে আমি কিন্তু মনে মনে জানতাম যে ভারতই জিতবে।”
অর্থাৎ, বিপদে পড়ে ডিগবাজি খেলেন অবৈজ্ঞানিক ‘আইআইটি বাবা’।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।