IND vs ENG Lord's Test: ঘুরে দাঁড়াতে চাইছে ইংল্যান্ড। লর্ডস টেস্টের আগে এবার দল ঘোষণা করল তারা। 

IND vs ENG Lord's Test: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারের পর, লর্ডসে ঘুরে দাঁড়াতে চাইছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম দুটি টেস্টে পুরো একই দল খেলিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ৩৩৬ রানে হারের পর, দলে একাধিক বদল আনা হচ্ছে। 

লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট 

তার ঠিক একদিন আগে দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট দল। তাদের প্রথম একাদশে একটি বদল এসেছে। পেসার জশ টংয়ের বদলে টিমে ফিরেছেন জোফ্রে আর্চার। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ের প্রথম দুটি টেস্ট মিলিয়ে সবচেয়ে বেশি ১১টি উইকেট পেয়েছেন টং। কিন্তু এবার তাঁকেই বসিয়ে দিচ্ছে ইংল্যান্ড। 

তবে গাস অ্যাটকিনসনকে এখনই প্রথম একাদশে ফেরাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, দলের বাকি ১০ জন নিজেদের জায়গা ধরে রেখেছেন। বোঝাই যাচ্ছে যে, ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স বেশ ভালো ব্যাট করতে পারার দরুণ তাদের রেখে দেওয়া হয়েছে প্রথম একাদশে।

প্রসঙ্গত, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে শেষ টেস্টটি খেলেছিলেন আর্চার। তারপরেই চোট পান তিনি। তবে আইপিএলে-এর আগে চোট সারিয়ে ফিরলেও, সেই প্রতিযোগিতা চলাকালীন আবার চোটের কবলে পড়েন তিনি। সেইজন্যই প্রথম টেস্টটি খেলতে পারেননি তিনি। 

এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরলেও খেলানো হয়নি জোফ্রে আর্চারকে

কিন্তু এবার সুযোগ পেলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, “পাঁচ টেস্টের সিরিজ়ের তৃতীয় টেস্টে জশ টংয়ের বদলে নেওয়া হয়েছে সাসেক্সের পেসার আর্চারকে। গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর, আবার ইংল্যান্ডের টেস্ট দলে ফিরতে চলেছেন জোফ্রে আর্চার। তিনি ইংল্যান্ডের হয়ে তাঁর ১৪তম টেস্ট ম্যাচটি খেলতে নামবেন।” 

ইংল্যান্ডের প্রথম একাদশঃ জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রে আর্চার, শোয়েব বসির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।