India vs England Test: হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে চাইছে ইংল্যান্ড। সেইজন্যই কি লর্ডসের পিচে বদল আসছে?
India vs England Test: হেডিংলের এবং এজবাস্টনে ছিল ব্যাটিং পিচ। বলা চলে, পরপর দুটি টেস্টেই ব্যাটিং সহায়ক ২২ গজ বানিয়েছিল ইংল্যান্ড। প্রথম টেস্টে জয় পেলেও, দ্বিতীয় টেস্টে কার্যত, তারা মুখ থুবড়ে পড়েছে।
৩৩৬ রানে হারের ধাক্কা!
বিরাট রানে হারের ধাক্কা কাটাতে তো কিছুটা সময় লাগবেই। কিন্তু এবার হয়ত পিচের চরিত্রে কিছুটা বদল আসবে। ইংল্যান্ড কি তাহলে স্পোর্টিং উইকেট বানাবে? অর্থাৎ, এজবাস্টন টেস্টে হার থেকে শিক্ষা নিয়ে এবার লর্ডসের পিচে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে ইসিবি। টিম ইন্ডিয়ার ঐচ্ছিক অনুশীলনের পিচ দেখে তো এমনটাই মনে হচ্ছে অনেকের।
আগামী ১০ জুলাই থেকে লর্ডসে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে মাঠে ফিরছেন যশপ্রীত বুমরা। কিন্তু লর্ডসে ইংল্যান্ড পেসারদের জন্যও সাহায্যের ব্যবস্থা থাকতে চলেছে। রিপোর্টে জানা যাচ্ছে, ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম লর্ডস ম্যানেজমেন্টকে জানিয়েছেন, তৃতীয় ম্যাচের পিচ থেকে যেন বোলাররাও সমান সাহায্য পেতে পারেন।
কেমন হতে পারে লর্ডসের পিচ?
ম্যাচ শুরু হতে এখনও দুদিন বাকি আছে। ৮ জুলাই ছিল টিম ইন্ডিয়ার ঐচ্ছিক অনুশীলন। তবে এদিন অনুপস্থিত ছিলেন শুভমান গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, আকাশদীপ এবং কেএল রাহুল। তবে সবার নজর ছিল বুমরার দিকে এবং তিনি অনুশীলনে বোলিংও করেন। এমনকি, গৌতম গম্ভীরকে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায়।
ভারতের অনুশীলনের সময়েই এদিন দেখা যায়, পিচে যথেষ্ট ঘাস রয়েছে। ফলে, এই ম্যাচে একদমই পাটা উইকেট হবে না। মানে পেসাররা অনেকটাই সুবিধা পাবেন। তাছাড়া এই ঘাস আরও কিছুটা ছেঁটে দেওয়া হবে। ফলে পেসাররা বলে টার্ন করতে পারবেন এবং স্পিনাররাও সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ম্যাচে কুলদীপ যাদব হয়ত দলে আসতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

