IND vs ENG Test 2025: জাত চেনাচ্ছেন পন্থ এবং রাহুল। দুজনেই করলেন অনবদ্য সেঞ্চুরি। 

IND vs ENG Test 2025: হেডিংলেতে কার্যত, মহারণ। সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (india vs england test series 2025)। এই মুহূর্তে চলছে দ্বিতীয় ইনিংস। 

আর সেখানেই কার্যত, অনবদ্য ইনিংস উপহার দিলেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল। খেলেন অসাধারণ ইনিংস। পন্থ করেন ১১৮ রান। প্রথম ইনিংসের পর আবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন। সেইসঙ্গে, শতরান পেলেন রাহুলও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তাঁর ঝুলিতে ১২০ রান। . 

এমনিতেই নব্বইয়ের ঘরে গিয়েই আউট হয়ে যাওয়ার একাধিক উদাহরণ রয়েছে পন্থের। তাই শতরানের আগে পন্থ কিছুটা বাড়তি সময় নিলেন। একের পর এক বল ছাড়ছিলেন এবং ধরে খেলছিলেন। অনেক সময় ছোট রান নিচ্ছিলেন। শেষপর্যন্ত, শোয়েব বসিরের বলে কভারে বল পাঠিয়ে শতরানটি সম্পূর্ণ করলেন। প্রথম ইনিংসের পর, দ্বিতীয় ইনিংসেও শতরান করে রীতিমতো নজির গড়ে ফেললেন তিনি।

আইপিএলে ব্যর্থ হওয়ার পরেও তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়া হয়। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এবার নিন্দুকদের সরাসরি জবাব দিলেন ঋষভ পন্থ এবং করলেন পরপর দুই ইনিংসে সেঞ্চুরি। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৩৪ রান। 

অন্যদিকে, পিছিয়ে নেই কেএল রাহুলও। প্রথম ইনিংসে তিনি করেন ৪২ রান। তবে দ্বিতীয় ইনিংসে অসাধারণ শতরান উপহার দিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তাঁর ঝুলিতে ১২০ রান। সেইসঙ্গে, প্রথম ইনিংসে অনবদ্য ক্রিকেট উপহার দেন যশস্বী জয়সওয়ালও। এই তরুণ ব্যাটার খেলেন ১০১ রানের ঝকঝকে ইনিংস। এছাড়াও ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে শুভমান গিলের কাছে এটি প্রথম ম্যাচ। তাও আবার ইংল্যান্ডের মাটিতে। কিন্তু অসাধারণ ইনিংস খেললেন ২২ গজে। করলেন গুরুত্বপূর্ণ ১৪৭ রান। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

আপাতত চা বিরতি চলছে। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৯৮ রান। ক্রিজে কেএল রাহুল ১২০ রানে এবং করুণ নায়ার ৪ রানে অপরাজিত আছেন। ভারত এগিয়ে ৩০৪ রানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।