IND vs NZ Women: পাঁচটি করে ম্যাচ খেলা হয়ে গেছে ভারত এবং নিউজিল্যান্ডের। দুই দলেরই পয়েন্ট এই মুহূর্তে চার। নেট রান রেটে ভারত চতুর্থ এবং নিউজিল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে।
IND vs NZ Women: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে, জায়গা পাকা করে নেওয়ার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের জন্য (india w vs new zealand w)। মুম্বইতে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand)।
টসে জিতে বোলিং নিউজিল্যান্ডের
আর সেই ম্যাচেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে তাদের যে দল মাঠে নেমেছিল, সেই দলই নামানো হয়ে এই ম্যাচে। কোনও পরিবর্তন করা হয়নি প্রথম একাদশে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে পরাজিত হয় ভারত। সেক্ষেত্রে একটি পরিবর্তন এসেছে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে।
আমনজ্যোত কৌরের পরিবর্তে ভারতের প্লেয়িং ইলেভেনে এসেছেন জেমিমা রডরিগেজ। পাঁচটি করে ম্যাচ খেলা হয়ে গেছে ভারত এবং নিউজিল্যান্ডের। দুই দলেরই পয়েন্ট এই মুহূর্তে চার। নেট রান রেটে ভারত চতুর্থ এবং নিউজিল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে।
অতএব, বৃহস্পতিবারের ম্যাচে যারা জিতবে, তারাই সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখবে। নিউজিল্যান্ড ম্যাচ এবং শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিতলেই ভারত সহজেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। তাছাড়া রান রেটের সুবিধাও অনুকূলে রয়েছে স্মৃতি মান্ধানাদের। কিন্তু যদি তারা শুধু বাংলাদেশের বিরুদ্ধে জয় পায়, তাহলে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে।
প্রথম একাদশ কেমন হল?
এখনও পর্যন্ত, ৫৬টি একদিনের ম্যাচে কিউইরা ৩৪টিতে জিতেছে। সেই জায়গায় দাঁড়িয়ে, ভারত মাত্র ২২টি ম্যাচে জয় পেয়েছে। তার মধ্যে আবার ২০২২ সালের পর, ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে নিউজিল্যান্ডের জয় ভারতের জন্য যথেষ্টে উদ্বেগের কারণ তো বটেই।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ: সুজি বেটস, জর্জিয়া পিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ, জেস কের, রোজমেরি মেয়ার, ইডেন কার্সন, লিয়া তাহুহু।
ভারতের প্রথম একাদশ: স্মৃতি মান্ধানা, প্রতীকা রাওয়াল, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রেণুকা সিং, ক্রান্তি গৌড়, শ্রী চারণী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


