IND vs PAK 2025: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। পরিষ্কারভাবে বলতে গেলে, টিম ইন্ডিয়ার কাছে লজ্জার পরাজয় পাক ক্রিকেট দলের।
IND vs PAK 2025: আসরে নেমে পড়লেন গৌতম গম্ভীর। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। পরিষ্কারভাবে বলতে গেলে, টিম ইন্ডিয়ার কাছে লজ্জার পরাজয় পাক ক্রিকেট দলের। তার থেকেও বড় বিষয় হল, পাক ক্রিকেট দলকে মোক্ষম জবাব দেওয়ার পর, কোনও পাত্তা না দিয়েই মাঠ থেকে বেরিয়ে আসেন ভারতীয় ক্রিকেটাররা। কোনওরকম হ্যান্ডশেক না করে, সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন সূর্য-শিবমরা। সেই টপ লেভেল অ্যাটিটিউডের পরেই কার্যত, তেলেবেগুনে জ্বলে উঠেছে পাক ক্রিকেট বোর্ড।
আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা নয়!

এবার সেই বিতর্কের মাঝেই অকপট মন্তব্য পেশ করলেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর। ম্যাচের পর তিনি জানান, "আপেলের সঙ্গে কখনোই কমলালেবুর তুলনা করতে পারেন না আপনি। এই দলটাও অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে এবং এখনও যাচ্ছে। তবে সেই ছবিটা বাইরে থেকে অনেকেই কিন্তু বুঝতে পারে না। আমার দলের উপর অগাধ ভরসা আছে। আশা করি, ভবিষ্যতেও এই দল অনেক সাফল্য এনে দেবে দেশকে।”
তিনি আরও যোগ করেন, “আমি ভালো দিন দেখেছি। আবার খারাপ দিনও দেখেছি। আসলে এটাই তো একজন কোচের জীবন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি আপনার কাজ কতটা সৎভাবে করছেন। আর আমি সবসময়, সততার সঙ্গে নিজের কাজ করে গেছি। আর এই সততাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলেছে। সেটা দলের ভিতরে কিংবা বাইরে, কমেন্ট্রি বক্সে অথবা স্টুডিওতে, সব জায়গায় সততা প্রয়োজন।”
গর্বিত দলের হেডকোচ গৌতম গম্ভীর
তাঁর কথায়, “এর থেকে ভালো আর কী হতে পারে? প্রতিপক্ষকে মাত্র ১২৭ রানে আটকে দিয়ে হাসতে হাসতে রান তাড়া করে জিতেছি। আমার দলের ছেলেরা মাঠে একটাও ভুল করেনি। ওদের নিয়ে সত্যিই আমি গর্বিত।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

