IND vs SA Women Final: এহেন এক ক্রিকেটার সারাজীবন ব্রাত্য থেকে গেলেন জাতীয় দল থেকে। একবারের জন্যও সুযোগ দেওয়া হয়নি তাঁকে। দলের প্রথম একাদশের একাধিক ক্রিকেটারের ব্যর্থতার পরেও সুযোগ আসেনি অমলের সামনে।

IND vs SA Women Final: ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বলা হয় তাঁকে। রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে, ২৬০ রান করে বিশ্বরেকর্ড গড়েন অমল মজুমদার (india women vs south africa women)। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রান তাঁর ঝুলিতে। শুধু কি তাই? ১৭১টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে করেছেন মোট ১১,১৬৭ রান এবং ৩০টি সেঞ্চুরি। 

এহেন এক ক্রিকেটার সারাজীবন ব্রাত্য থেকে গেলেন জাতীয় দল থেকে। একবারের জন্যও সুযোগ দেওয়া হয়নি তাঁকে। দলের প্রথম একাদশের একাধিক ক্রিকেটারের ব্যর্থতার পরেও সুযোগ আসেনি অমলের সামনে (india women's national cricket team)। 

Scroll to load tweet…

কী জানালেন অমল মজুমদার?

কিন্তু কথায় আছে, সুযোগ আসলে সবারই আসে। তখনই দিতে হয় উপযুক্ত জবাব। জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হয়ে সেই অমল মজুমদারই প্রমাণ করলেন, ২২ গজ কাউকে খালি হাতে ফেরায় না। চূড়ান্ত অধ্যাবসা এবং আত্মবিশ্বাস হল জয়ের মূল চাবিকাঠি। 

Scroll to load tweet…

তিনি দীর্ঘদিন ধরে ভারতের মহিলা ক্রিকেট দলের সঙ্গে কাজ করছেন। কোচিং করাচ্ছেন, ক্রিকেটারদের তৈরি করেছেন এবং সবশেষে এনে দিলেন সাফল্য। আর ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর অমল মজুমদার জানালেন, "নিঃসন্দেহে আমি গর্বিত ওদের নিয়ে। আমি শুধু এটুকুই বলতে চাই, অসাধারণ ক্রিকেট খেলেছে মেয়েরা। সমস্ত প্রশংসা ওদের প্রাপ্য। গোটা দল প্রচুর পরিশ্রম করেছে। দেশের জন্য ওরা গর্ব। আমরা শুধু পজিটিভ দিকটা ধরে এগোতে চেয়েছিলাম। নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। সেইজন্যই ২০২৫ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য অন্যতম সেরা মুহূর্ত। ঘরের মাঠে ফাইনাল এবং গ্যালারি ভর্তি দর্শকের সামনে মেয়েরা যে খেলাটা খেলল, তা এক কথায় ম্যাজিকাল। গত এক বছর ধরে চলা পরিশ্রম আজ সার্থক হল।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।